শহর বাঁকুড়া

বাঁকুড়ায় এসে মহিলাদের জন্য টুর্নামেন্ট আয়োজনের পরামর্শ সৌরভ গাঙ্গুলীর।

বাঁকুড়ায় এসে মহিলাদের জন্য টুর্নামেন্ট আয়োজনের পরামর্শ সৌরভ গাঙ্গুলীর।
X

বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : বাঁকুড়া এমপি কাপ টি- ২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন মঞ্চ থেকে বাঁকুড়ার মহিলা ক্রিকেটারদের জন্যও টুর্নামেন্ট আয়োজনের পরামর্শ দিলেন সৌরভ গাঙ্গুলী। তিনি বলেন বাঁকুড়ার মেয়েরা সিএবির প্রতিযোগিতায় সেমিফাইনালে খেলেছে। বাঁকুড়ার মহিলা ক্রিকেটাররা রাজ্যের হয়েও প্রতিনিধিত্ব করেন। এখন মেয়েরাও খেলায় অনেক এগিয়েছে। তাই পুরুষদের খেলা আয়োজনের পাশাপাশি, মহিলাদের জন্যও টুর্নামেন্টের আয়োজন করাটা দরকার।এই জন্য তিনি সিএবির জেলা প্রতিনিধি আশিস চক্রবর্তী,ডিএসএ'এর সম্পাদক অতনু বাবু,এমপি অরূপ চক্রবর্তী ও খাদ্য দপ্তরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডিদের নাম উল্লেখ করে তাদের মহিলাদের জন্য টুর্নামেন্টের আয়োজন করে বাঁকুড়ায় মহিলাদের খেলার জগতে প্রতিষ্ঠিত করার দিশা দেখান দাদা।

রবিবার,বিকেল চারটে নাগাদ বাঁকুড়া সার্কিট হাউসে এসে পৌঁছান সৌরভ গাঙ্গুলী। তার কিছুক্ষণ পরেই তামলীবাঁধ ময়দানে এমপি কাপের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন তিনি। দাদা মাঠে পৌছতেই ক্রিকেট প্রেমীরা উচ্ছ্বাসে ফেটে পড়েন। উদ্যোক্তা ও জেলা প্রশাসনের পক্ষ থেকে দাদার হাতে তুলে দেওয়া হয় নানান স্মারক। উদ্বোধনী মঞ্চে বক্তব্য রাখার পর তিনি মাঠে খেলোয়াড় দের সাথে সাক্ষাৎ সারেন। এই সময় তাঁকে ঘিরে ফ্যানেদের ভীড় উপচে পড়ে,যা সামাল দিতে হিমসিম খেতে হয় পুলিশকেও। এবং ভীড় এড়াতে তড়িঘড়ি তিনি মাঠ ছাড়েন৷ বাঁকুড়া থেকে কলকাতা ফেরার পথে বিষ্ণুপুরে দাদার ফ্যান মানস চট্টোপাধ্যায়ের সাথে দেখাও করেন।

👁️‍🗨️দেখুন🎦ভিডিও। 👇



Next Story