রামনবমীর মহামিছিলে শহরের রাজপথে গেরুয়া সুনামি,দেখুন দিনভরের বাছাই ভিডিও নিয়ে বিশেষ প্রতিবেদন।
রামনবমীর মিছিলকে কেন্দ্র করে কার্যত জন সুনামির আকার নেয় শহরের রাজপথ। আসুন রামনবমীর মহা মিছিলের দিনভরের কিছু বাছাই চিত্রের ভিডিও কোলাজ দেখে নিন এই প্রতিবেদনে।

বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : হাইকোর্টের নির্দেশে বাঁকুড়া জেলা পুলিশ ও প্রশাসনের নির্ধারিত রুটেই পরিক্রমা করল রামনবমীর মিছিল। যদিও,বাঁকুড়া রামনবমী মহোৎসব উৎযাপন কমিটি আগের রুটে অর্থাৎ মাচানতলার মসজিদের পাশ দিয়ে মিছিল করার অনুমতি চেয়ে আবেদন করলে তা, কলকাতা হাইকোর্ট খারিজ করে দেয়। এবং প্রশাসনের নির্ধারিত রুটেই মিছিল করার অনুমতি দেয়। সেই মতো শহরের পাঁচবাঘা থেকে কলেজ রোড হয়ে মাচানতলা এসবিআই মোড় থেকে মিছিল ঘুরে পোস্ট অফিস রোড ধরে মাচানতলা ঘড়িমোড়ে পৌঁছয়। এবং সেখান থেকে সুভাষ রোড ধরে শহর পরিক্রমা করে লালবাজার হিন্দু হাইস্কুল মাঠে গিয়ে শেষ হয় মহা মিছিল। মাচানতলা এসবিআই মোড় এবং মাচানতলা ঘড়ি মোড় এই দুই প্রান্ত থেকে মদজিদ গোড়া যাওয়ার রাস্তা ব্যারিকেড করে দেওয়া হয়।
এবং জল কামান, র্যাফ সহ বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় সকাল থেকে। দুপুরে রামনবমীর মিছিল নির্বিঘ্নেই ঘুরপথে মাচানতলা পৌঁছয়। এবং এদিনের মহা মিছিল ছিল মোটের ওপর শান্তিপূর্ণ। মিছিলের আয়োজক বিশ্ব হিন্দু পরিষদ,বজরং দলের স্বেচ্ছাসেবক বাহিনীও পুলিশ এবং প্রশাসনের সাথে পুর্ণ সহযোগিতা করেন। তাই, এবার অপ্রীতিকর ঘটনাও এড়ানো গেছে। আগাগোড়া এই মিছিলে অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহ ছিল ব্যাপক। আট থেকে আশি সকলেই গেরুয় ধ্বজা হাতে শ্রীরামের নামে জয় ধ্বনি দেন। ছিল অতিকায় পতাকার প্রচুর সম্ভার। এই অতিকায় পতাকাগুলি শোভাযারার জৌলুশ খানিক বাড়িয়ে দেয়।এছাড়া বিভিন্ন নাচের দল,বাজনার দল,কীর্তন দল মিলে শোভাযাত্রাকে জমিয়ে তোলে। মোটের ওপর রামনবমীর মিছিলকে কেন্দ্র করে কার্যত জন সুনামির আকার নেয়।
শহরের রাজপথ গেরুয়া ধ্বজায় ঢেকে যায়। অগনিত মানুষের স্লোগান ও জয় ধ্বনিতে মুখরিত ছিল সারা শহর। আসুন রামনবমীর মহা মিছিলের দিনভরের কিছু বাছাই চিত্রের ভিডিও কোলাজ দেখে নেওয়া যাক এই প্রতিবেদনে। ভিডিও দেখতে নিচের প্লে ব্যাটনে ক্লিক করুন।
👁️🗨️দেখুম🎦ভিডিও। 👇