শহর বাঁকুড়া

২৫ বছর পর বদলা, চ্যাম্পিয়ন ভারত,শহর বাঁকুড়া জুড়ে অকাল দীপাবলী,পথে,পথে ত্রিরঙ্গা হাতে জনতার ঢল।

২৫ বছর পর বদলা, চ্যাম্পিয়ন ভারত,শহর বাঁকুড়া জুড়ে অকাল  দীপাবলী,পথে,পথে ত্রিরঙ্গা হাতে জনতার ঢল।
X

বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : ২৫ বছর পর চ্যাম্পিয়ন ট্রফিতে নিউজিল্যান্ডের কাছে ফাইনালে হারের বদলা নিল রোহিত ব্রিগেড। ভারত চ্যাম্পিয়ন হতেই সারা দেশের সাথে বিজয় উল্লাসে মাতোয়ারা বাঁকুড়াও। শহর বাঁকুড়া জুড়ে যেন অকাল দীপাবলী! পাড়ার মোড়ে,মোড়ে পটকা আর আতসবাজীর জলবা আর আকাশে রোশনাইয়ের ছটায় উৎসবের আবহ। আর ঢাক,ঢোলের বলে ভাঙ্গরার তালে কোমর দোলানোর হিড়িক।এক সময় ভারতের জয় নিয়ে সংশয় থাকলেও শেষ হাসি হাসে রোহিত ব্রিগেড। আর সাথে,সাথে শুরু হয়ে যায় সেলিব্রেশনের পালা।এদিন হাতে ত্রিরঙ্গা পতাকা নিয়ে গলি থেকে রাজপথ জুড়ে জনতার ঢল নামে।পাড়ায়,পাড়ায়,মোড়ে,মোড়ে এই বিজয় উৎসব উপভোগের হিড়িক পড়ে যায়। তারই নানা খন্ড চিত্র ধরা পড়ল বাঁকুড়া২৪এক্স৭ এর ক্যামেরায়। আসুন এই বিজয় উল্লাসের ভিডিও কোলাজে চোখ রাখা যাক।

👁️‍🗨️দেখুন🎦ভিডিও। 👇


Next Story