মানুষকে সমস্যায় ফেলে রেলের আন্ডার পাসের কাজ,অভিযোগ খতিয়ে দেখতে ময়রাবাঁধ পরিদর্শনে রেল ও জেলা প্রশাসনের কর্তারা।
বাঁকুড়া সদর মহকুমাশাসক অয়ন দত্তগুপ্ত বলেন,স্থানীয় মানুষের অভিযোগ ছিল,যে এই কাজে কিছু সমস্যা হচ্ছে।তাই রেলের আধিকারিকদের সাথে নিয়ে পরিস্থিতি খতিয়ে দেখতে এসেছেন৷ এবং এই সমস্যা কাটিয়ে তুলে মানুষকে সাথে নিয়ে এইকাজ কিভাবে করা যায় তা নিয়ে রেলকে ইতিবাচক ভুমিকা নেওয়ার কথা বলা হয়েছে।
বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : আজ ময়রাবাঁধে রেলের আন্ডার পাস তৈরির কাজ পরিদর্শনে যান বাঁকুড়া সদরের মহকুমাশাসক অয়ন দত্তগুপ্ত ও বাঁকুড়া পুরসভার চেয়ারপার্সন অলোকা সেন মজুমদার ও উপ পুরপ্রধান হীরালাল চট্টরাজ৷ এলাকার মানুষের কাছে অভিযোগ পেয়ে,এই প্রশাসনিক কর্তারা পরিস্থিতি খতিয়ে দেখেন এদিন। এছাড়া সেই সময় উপস্থিত ছিলেন রেলের আধিকারিকরাও। রেল ও জেলা প্রশাসনের এই যৌথ পরিদর্শনের ফলে, এলাকায় প্রশাসনিক কর্তাদের হাতের নাগালে পেয়ে, স্থানীয় মানুষ ক্ষোভ উগরে দেন। প্রচুর মানুষ ভীড় করে রেলের বিরুদ্ধে সরব হন।
তাদের অভিযোগ,রেল,স্থানীয় মানুষের দাবি না মেনে, অপরিকল্পিত ভাবে এই আন্ডারপাস তৈরি করছে। যার ফলে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। এমনকি,এই কাজের জন্য রাস্তা খননের ফলে এলাকার প্রাথমিক স্কুলে যাতায়াতের সমস্যায় পড়ছে ক্ষুদে পড়ুয়ারও। বেশ কয়েকটি গ্রামের লোকজনকে ঘুরপথে শহরে যাতায়াত করতে হচ্ছে। এইসব সমস্যা মিটিয়ে রেল আন্ডারপাস তৈরির কাজ যেন করে সেই দাবিও তোলেন তারা।এদিকে, বাঁকুড়া সদর মহকুমাশাসক অয়ন দত্তগুপ্ত বলেন,স্থানীয় মানুষের অভিযোগ ছিল,যে এই কাজের জন্য খননের ফলে এলাকায় লোকজন যাতায়াতের সমস্যায় পড়েছেন।
তাই, রেলের আধিকারিকদের সাথে নিয়ে পরিস্থিতি খতিয়ে দেখতে এসেছেন৷ এবং এই সমস্যা কাটিয়ে তুলে মানুষকে সাথে নিয়ে এইকাজ কিভাবে করা যায় তা নিয়ে রেলকে ইতিবাচক ভুমিকা নেওয়ার কথা বলা হয়েছে। এবং সেই মতো এই কাজ হবে বলেও দাবি করেন তিনি। এখন দেখার রেল ও স্থানীয় মানুষের মধ্যে বিবাদ মিটে গিয়ে মায়রাবাঁধ আন্ডার পাসের কাজ কত তাড়াতাড়ি সম্পন্ন হয়? সেদিকেই নজর রইল সবার।
👁️🗨️দেখুন🎦ভিডিও। 👇