শহর বাঁকুড়া

দলীয় পতাকা এবং মমতা ও অভিষেকের কাট আউট নিয়ে চার নাম্বার ওয়ার্ডের প্রার্থী বদলের দাবীতে বিক্ষোভ তৃণমূলের একাংশের।

দলীয় পতাকা এবং মমতা ও অভিষেকের কাট আউট নিয়ে চার নাম্বার ওয়ার্ডের প্রার্থী বদলের দাবীতে বিক্ষোভ তৃণমূলের একাংশের।
X

বাঁকুড়া২৪X৭ প্রতিবেদন : তৃণমূলের পুর ভোটের প্রার্থী তালিকা প্রকাশের পর থেকে বাঁকুড়া শহরে প্রার্থী বদলের দাবীতে বিক্ষোভ অব্যাহত। গত কাল রাতে তৃণমূল ভবনে বিক্ষোভের রেশ কাটতে না কাটতে আজ বাঁকুড়া পুরসভার চার নাম্বার ওয়ার্ডের ঘোষিত তৃণমূল প্রার্থী অমৃতা গরাই কুন্ডুর বিরুদ্ধে পথে নেমে বিক্ষোভ প্রদর্শন করেন স্থানীয় তৃণমূল কংগ্রেসের একাংশ। শহরের লাল বাজার এলাকায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় এর কাট আউট এবং দলীয় পতাকা হাতে নিয়ে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান তারা। প্রসঙ্গত, প্রয়াত তৃণমূল নেতা তথা বাঁকুড়া পুরসভার প্রাক্তন পুরপ্রধান দেব প্রসাদ(তারা) কুন্ডুর প্রতি সম্মান জানাতেই প্র‍য়াত দেব প্রসাদ বাবুর পুত্র বধূ অমৃতা দেবীকে প্রার্থী পদ দেয় দল।

সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর নির্দেশই দেব প্রসাদ কুন্ডুর পাশাপাশি,আর এক প্র‍য়াত নেতা, তথা বাঁকুড়া পুরসভার প্রাক্তন পুরপ্রধান শান্তি সিংহের পুত্র বিশ্বজিৎ সিংহকে সাত নাম্বার ওয়ার্ডে প্রার্থী করা হয়েছে।রাজ্য তৃণমূল সুত্রে খবর,প্রয়াত দুই নেতার অবদানের প্রতি সম্মান জানাতেই তাদের পরিবারের সদস্য বা সদস্যাদের প্রার্থী করা হয়েছে। তাই এখানে রাজনৈতিক দূরদর্শিতা মুল মাপকাঠি নয়। ফলে, এই দুই ওয়ার্ডে প্রার্থী বদলের দাবীতে বিক্ষোভ দেখালেও তার জেরে প্রার্থী বদলের সম্ভাবনা যে ক্ষীণ তা বলাই বাহুল্য।

👁️দেখুন 🎦ভিডিও। 👇


Next Story