Home > শহর বাঁকুড়া > ছাতনায় পুকুর থেকে উদ্ধার ৮৮ টি কি প্যাড ফোন, ই ওয়ালেট কান্ডে যোগসুত্র আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ।
ছাতনায় পুকুর থেকে উদ্ধার ৮৮ টি কি প্যাড ফোন, ই ওয়ালেট কান্ডে যোগসুত্র আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ।
BY Admin15 Aug 2021 12:08 AM IST
X
Admin15 Aug 2021 12:19 AM IST
বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : এবার ছাতনার আড়রা গ্রামে একটি পুকুর থেকে একসাথে ৮৮ টি কি প্যাড ফোন উদ্ধারের ঘটনায় জেলার ই ওয়ালেট কেলেঙ্কারির তদন্তে আরো গুরুত্বপূর্ণ তথ্য মিলল বলে মনে করা হচ্ছে। যদিও এই মোবাইল গুলোর অভিষেক মন্ডলের ই ওয়ালেট প্রতারণার সাথে যোগসুত্র রয়েছে এম নিশ্চিত তথ্য দিতে পারেনি পুলিশ। তবে, এই সম্ভাবনা খতিয়ে দেখা হবে বলে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। ছাতনার পুকুর থেকে শুক্রবার রাতে উদ্ধার সব কটি ফোন কীপ্যাড ফোন হলেও সব কটিই নুতন। পুলিশের অনুমান, এই ফোন গুলি দিয়ে ই ওয়ালেট বানানো হত ওটিপি নাম্বার রিসিভ এবং ভুয়ো ওয়ালেট খোলার জন্য এই কীপেড গুলি ব্যবহার করা হত। যেহেতু এই সেটের দাম কম তাই বাল্কে এই ফোন কিনে প্রতারণার ফাঁদ পাতা হয়েছিল বলে মনে করছেন তদন্তকারি আধিকারিকরা।
👁️দেখুন 🎦ভিডিও। 👇
Next Story