শহর বাঁকুড়া

পথ দুর্ঘটনায় এক পুলিশ কর্মীর মৃত্যু,প্রতিবাদে মৃতদেহ আটকে পুলিশকে ঘিরে বিক্ষোভ জগদল্লায়।

পথ দুর্ঘটনায় এক পুলিশ কর্মীর মৃত্যু,প্রতিবাদে মৃতদেহ আটকে পুলিশকে ঘিরে বিক্ষোভ জগদল্লায়।
X

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : পথ দুর্ঘটনায় এক পুলিশ কর্মীর মৃত্যুর ঘটনায় পুলিশের ওপরই ক্ষোভ উগরে দিলেন স্থানীয় বাসিন্দারা। এমনকি মৃতদেহ আটকে পুলিশ কে ঘিরে বেশ কিছুক্ষণ বিক্ষোভও চলে। আজ দুপুরে বাঁকুড়ার ধলডাঙ্গার কাছে জগদল্লায় একটি মোটর বাইক কে লরি ধাক্কা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারান বারাসাতে কর্মরত এক পুলিশ কর্মী।


পাশাপাশি, বাইকে সওয়ারি আরও একজন আহত হয়েছেন। দুজনই পুরুলিয়ার বাসিন্দা বলে জানাগেছে। এই ঘটনার জন্য পুলিশের গাফিলতির অভিযোগ তুলে সোচ্চার হয়েছেন স্থানীয় বাদিন্দারা।এদিকে,বেশ কিছুক্ষন বিক্ষোভ চলার পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। এবং এই দুর্ঘটনা প্রবণ এলাকায় যানবাহনের গতি নিয়ন্ত্রণে রোড ব্যারিকেড বসানোর আশ্বাস দিয়েছেন পুলিশ আধিকারিকরা।

পুলিশের এই আশ্বাস মেলার পর স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ তুলে নেন। তারা দাবী তুলেছেন ব্যারিকেড বসানোর পাশাপাশি এখানে পুলিশ কর্মী মোতায়েন করে যান চলাচল নিয়ন্ত্রণেরও। এখন দেখার কত তাড়াতাড়ি এই দাবী পুরণ হয়? সেদিকেই তাকিয়ে আছেন জগদল্লার বাসিন্দারা।

👁️দেখুন 🎦 ভিডিও 👇





Next Story