শহর বাঁকুড়া

নববর্ষের সন্ধ্যায় চাকরিহারা শিক্ষকদের প্রতিবাদ মিছিল,মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে শহর পরিক্রমা।

নববর্ষের সন্ধ্যায় চাকরিহারা শিক্ষকদের প্রতিবাদ মিছিল,মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে শহর পরিক্রমা।
X

বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : নববর্ষের সন্ধ্যায় শহরের পথে প্রতিবাদ মিছিলে পা মেলালেন সদ্য চাকরি হারা শিক্ষক ও শিক্ষিকারা।এমনকি অনেক শিক্ষিকাকে সন্তান সহ এই মিছিলে হাঁটতে দেখা যায়। নিজেদের যোগ্য বলে দাবি করে অবিলম্বে চাকরি ফিরিয়ে দিতে হবে এই বলে স্লোগান তুলে সরব হলেন তারা। এদিন বাঁকুড়া শহরের কৃষক বাজারে জমায়েতের পর শুরু হয় প্রতিবাদ মিছিল।এরপর কলেজ রোড হয়ে মিছিল মাচানতলা মোড়ে শেষ হয়। এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণকারীরা একহাতে তাদের মোবাইল ফোনের ফ্ল্যাশ জ্বেলে অভিনব কায়দায় শহর পরিক্রমা করেন। এদিনের এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণকারীদের দাবী,তারা যোগ্য হিসেবে চাকরি পেলেও তাদের চাকরি নেই! এর দায় কার? তাদের দোষ কোথায়? যদি তারা চাকরি না ফিরে পান?

তাহলে তাদের কাছে ইচ্ছা মৃত্যু ছাড়া আর কোন বিকল্প পথ নেই। তাই চান অবিলম্বে যোগ্যদের চাকরি ফিরিয়ে দিক সরকার। এই দাবী তুলে সদ্য সুপ্রিম কোর্টের রায়ে চাকরিহারা শিক্ষক, শিক্ষিকারা পয়লা বৈশাখের দিন সন্ধ্যায় প্রতিবাদে সামিল হলেন। এর আগে এনারায় বাঁকুড়া ডিআই অফিসে বিক্ষোভ কর্মসুচি ন্যেছিলেন। সেই বিক্ষোভের জেরে খোদ ডিআই চাকরিহারাদের মুখোমুখি হয়ে নানা প্রশ্নের উত্তর দিতে বাধ্য হন। যদিও, তার পর থেকে চাকরি হারারা কোন ইতিবাচক সাড়া পাননি। তাই ফের বাংলা নববর্ষের দিন বিক্ষোভ মিছিলে সামিল হলেন।

👁️‍🗨️দেখুন🎦ভিডিও। 👇


Next Story