শহর বাঁকুড়া

ছাতনার বাঁদরডিহা গ্রামে আইসিডিএস সেন্টারের খিচুড়িতে টিকটিকি! হাসপাতালে ছুটে গেলেন সহ সভাধিপতি।

ঘটনা টের পাওয়ার পর অসুস্থ বোধ করায় অন্তত ২০ জন শিশুকে ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। এই ঘটনার খবর পেয়েই তড়িঘড়ি হাসপাতালে ছুটে যান বাঁকুড়া জিলা পরিষদের সহকারী সভাধিপতি পরিতোষ কিসকু। তিনি হাসপাতাল সুপারের সাথে কথা বলে সাংবাদিকদের জানান,যে শিশুদের অবস্থা মোটের ওপর স্থিতিশীল।

ছাতনার বাঁদরডিহা গ্রামে আইসিডিএস সেন্টারের খিচুড়িতে টিকটিকি! হাসপাতালে ছুটে গেলেন সহ সভাধিপতি।
X

বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : আইসিডিএস সেন্টারের খিচুড়িতে টিকটিকি মেলার ঘটনায় গ্রামজুড়ে তীব্র চাঞ্চল্য ছড়াল।জেলার ছাতনা ব্লকের বাঁদরডিহা গ্রামের ঘটনা।সোমবার এই সেন্টারের খিচুড়িতে টিকটিকি পাওয়া যায়। তবে এই ঘটনা টের পাওয়ার আগেই অনেক শিশু ও এবং গ্রামের প্রসূতি মহিলারা অজান্তেই খিচুড়ি খেয়ে ফেলে। ঘটনা টের পাওয়ার পর অসুস্থ বোধ করায় অন্তত ২০ জন শিশুকে ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। এই ঘটনার খবর পেয়েই তড়িঘড়ি হাসপাতালে ছুটে যান বাঁকুড়া জিলা পরিষদের সহকারী সভাধিপতি পরিতোষ কিসকু।তিনি হাসপাতাল সুপারের সাথে কথা বলেন।

তারপর,সাংবাদিকদের জানান,যে শিশুদের অবস্থা মোটের ওপর স্থিতিশীল। স্থানীয় বাসিন্দা মমতা বাউরী বলেন,টিকটিকি মেলার আগেই এই খিচুড়ি গ্রামের শিশু এবং প্রসূতি মহিলারা না জেনেই খেয়ে ফেলেছেন। তাই আমরা আতঙ্কে আছি।আর ছোটো বাচ্চাদের অনেকে বমি করছে। যদিও, হাসপাতাল সুপার বুদ্ধদেব মুর্মু জানান,সেরম ভয়ের কিছু নেই।অনেককেই ছেড়ে দেওয়া হয়েছে।এখন জনা ১২ কে পর্যবেক্ষণে রাখা হয়েছে।এবং তাদের অসুবিধা না হলে ছেড়ে দেওয়া হবে। তারা সবাই স্টেবল আছে।এদিকে,গ্রামবাসীরা এই ঘটনার তদন্তের পাশাপাশি, এমন ঘটনার আর যেন পুনরাবৃত্তি না হয়।

এবং তার জন্য প্রশাসনিক স্তরে ব্যবস্থা গ্রহনের দাবী তুলেছেন। এখন দেখার, এই ঘটনার পর জেলা প্রশাসন কি ব্যবস্থা নেয়? সেদিকেই নজর রইল সবার।

👁️‍🗨️দেখুন🎦ভিডিও👇


Next Story