শহর বাঁকুড়া

অবসরের দিনটাকে স্মরণীয় করে রাখতে অভিনব উদ্যোগ,ক্ষুধার্ত পথচারীদের হাতে আহার তুলে দিলেন মনোজিৎ মাজী।

বুধবার প্রচুর পথ চলতি মানুষ এই রুটি অন হুইল থেকে খাবার খান। দুপুরে লাইনও পড়ে যায়৷ লায়ন্স ক্লাবের এই রুটি অন হুইলে রয়েছে স্বয়ংক্রিয় রুটি মেকার মেশিন। এই মেশিন থেকে গরম,গরম রুটি বের হচ্ছে নিমেষে। এবং পুরোটাই স্বাস্থ্যসম্মত উপায়ে।

অবসরের দিনটাকে স্মরণীয় করে রাখতে অভিনব উদ্যোগ,ক্ষুধার্ত পথচারীদের হাতে আহার তুলে দিলেন মনোজিৎ মাজী।
X

বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : অবসরের দিনটি কে স্মরণীয় করে রাখতে অভিনব উদ্যোগ নিলেন এলআইসির বাঁকুড়া ব্রাঞ্চের ডেভেলপমেন্ট অফিসার মনোজিৎ কুমার মাজী। তিনি এক সময় বাঁকুড়া লায়ন্স ক্লাবের প্রেসিডেন্টও ছিলেন। তাই বাঁকুড়া লায়ন্স ক্লাবের সহযোগিতায় রুটি অন হুইল পরিষেবার মাধ্যমে বাঁকুড়া শহরের এলআইসি অফিসের সামনে পথ চলতি ক্ষুধার্ত মানুষ জন এবং এলআইসি অফিসের স্টাফ,এজেন্ট ও গ্রাহক সবার মধ্যে বিনামূল্যে বিতরন করলেন গরম,গরম রুটি,সবজি ও বোঁদে৷ বুধবার প্রচুর পথ চলতি মানুষ এই রুটি অন হুইল থেকে খাবার খান। দুপুরে লাইনও পড়ে যায়৷

লায়ন্স ক্লাবের এই রুটি অন হুইলে রয়েছে স্বয়ংক্রিয় রুটি মেকার মেশিন। এই মেশিন থেকে গরম,গরম রুটি বের হচ্ছে নিমেষে। এবং পুরোটাই স্বাস্থ্যসম্মত উপায়ে। খাবার খাওয়ার পাশাপাশি, এই রুটি অন হুইল দেখতেও কার্যত ভীড় জমে যায় এদিন। মনোজিৎ বাবু বলেন,নিজের অবসরের দিনটাকে স্মরনীয় করে রাখতেই এই ক্ষুদ্র প্রচেষ্টা।এই রুটি অন হুইল ক্যাম্পে খাবার খেতে এদিন দুপুর ২ টো পর্যন্ত ভীড় ছিল উপচে পড়া।সাধারণ মানুষ জনের পাশাপাশি,অনেক প্রান্তিক মানুষজনও এদিন লাইন দিয়ে খাবার সংগ্রহ করেন। তারা মনোজিৎ বাবুর এই উদ্যোগে খুশিও।

এদিনের এই।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,লায়ন্স ক্লাব বাঁকুড়ার সভাপতি অভিষেক আগরওয়াল, সম্পাদক, প্রশান্ত কুমার সেন,এবং অন্যন্য কর্মকর্তাদের মধ্যে পুরুষোত্তম প্যাটেল,দিলীপ খৈতান,পরীক্ষিত কর, গুনময় কুন্ডু, প্রমুখ। মনোজিৎ বাবুর এই উদ্যোগকে কুর্নিশ জানাচ্ছি আমরাও।

👁️‍🗨️দেখুন🎦ভিডিও। 👇


Next Story