মানবিক বিধায়ক শম্পা দরিপা। পথ দূর্ঘটনায় আহত ব্যাক্তির চিকিৎসার তদারকিতে ছুটে গেলেন হাসপাতালে।
বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : আরও একবার মানবিকতার পরিচয় দিলেন বিধায়ক শম্পা দরিপা। বাঁকুড়া বিধানসভা ক্ষেত্রের বাঁকুড়া পৌরসভার ৯ ওয়ার্ডের রামপুর মালপাড়া এলাকার বাসিন্দা সুধীর মাল নামে এক গরীব দিন মজুরের লরির ধাক্কায় পায়ে গুরুতর আঘাত লাগে। গত ২৬ শে ডিসেম্বর তাকে বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎকরা পরের দিন অপারেশনও করেন। দূর্ঘটনায় সুধীরেরএকটি পায়ের গোড়ালি ও চেটো মারাত্মক ভাবে থেঁতলে যায়। অপারেশনের পর সংক্রমণ ছড়ানোর ফলে পরিস্থিতি জটিল হতে থাকে। এই অবস্থায় ফের অপারেশনের প্রয়োজন হয়ে পড়ে।
সুধীর বাবুর স্ত্রী তার স্বামীর চিকিৎসায় সাহায্যের জন্য বিধায়কের কাছে আর্জি জানান।সাথে,সাথে চিকিৎসার তদারকির জন্য হাসপাতালে ছুটে যান বিধায়ক শম্পা দরিপা। তিনি চিকিৎসকদের সাথে কথা বলার পাশাপাশি অপারেশনের জন্য রক্তের ব্যবস্থা সহ যাবতীয় সহায়তার আশ্বাস দেন এই আহত ব্যক্তির পরিবারকে।
সম্ভবত শনিবার আরও একবার অপারেশন হবে সুধীর মালের। এই গরীব পরিবার বিধায়কের এই সাহায়তা পেয়ে মনোবল ফিরে পেয়েছেন।
দেখুন 🎦 ভিডিও। 👇