শহরের রাস্তা জবর দখল মুক্ত করতে পুর প্রশাসকের গান্ধীগিরি, করজোড়ে দখল মুক্ত করার অনুরোধ।
বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : দিন,দিন শহরের রাস্তা ছোট হতে,হতে নাকি জবর দখলকারীদের হাতে বন্দি! এই অভিযোগ দীর্ঘদিনের। তাই বাঁকুড়া পুরসভার নুতন পুর প্রশাসক ও আরও দুই সদস্য শহরের কলেজ মোড় এলাকায় দোকানদারদের রাস্তা বেদখল করে রাখা ঠেকাতে এবার গান্ধীগিরিকেই হাতিয়ার করলেন।
কলেজ মোড়ের ব্যবসায়ীদের করজোড়ে দখল মুক্ত করার আবেদন করলেন বাঁকুড়া পুরসভার পুর প্রশাসক অলকা সেন মজুমদার ও দুই সদস্য দিলীপ আগরওয়াল ও গৌতম দাস। তবে,তারা সাফ জানিয়ে দিয়েছেন, অনুরোধের পরও যদি ব্যবসায়ীরা জবর দখল মুক্ত না করেন,সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে কড়া আইনী পদক্ষেপ নিতে পিছু হটবে না পুরসভা।বাঁকুড়া পুরসভার প্রশাসক অলোকা সেন মজুমদার ও প্রশাসক বোর্ডের সদস্য দিলীপ আগরওয়াল সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের জানান, অনুরোধ, উপরোধে কাজ না হলে পুরসভা বাধ্য হবে কড়া আইনি পদক্ষেপ করতে।
এখন,দেখার পুরসভার এই গান্ধীগিরিতেই কাজ হয়, না শেষ অবধি আইনের শাসন কায়েম করতে হয়? সেটা অবশ্য নির্ভর করছে জবর দখলকারীদের মানসিকতার ওপর।
দেখুন 🎦 ভিডিও। 👇