শহর বাঁকুড়া

আজ জেলা জুড়ে পালিত হল ফাতেহা দোয়াজ দাহাম, জেনে নিন এই শব্দবন্ধের অর্থ।

আরবী ভাষায় 'ফাতেহা' শব্দের অর্থ হল মোনাজাত,দোয়া বা প্রার্থনা।'দোয়াজ দাহাম' শব্দবন্ধের অর্থ বারো৷ অর্থাত্‍ 'ফাতেহা দোয়াজ দাহাম'- এর অর্থ একত্রে বারোর প্রার্থনা ৷

আজ জেলা জুড়ে পালিত হল ফাতেহা দোয়াজ দাহাম, জেনে নিন এই শব্দবন্ধের অর্থ।
X

বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : আজ সারা বিশ্বের সাথে বাঁকুড়া জেলা জুড়ে পালিত হল ফাতেহা দোয়াজ দাহাম। আজ নবী অর্থাৎ হজরত মহম্মদের জন্মদিন। তাই এই দিনটি নবী দিবস হিসেবেও পরিচিত। এদিন সকালে জেলার বিভিন্ন এলাকায় নবী দিবসের শোভাযাত্রা বের হয়। বাঁকুড়া শহরেও সকালে নবী দিবসের শোভাযাত্রা শহর পরিক্রমা করে। এই শোভাযাত্রায় হাঁটেন বাঁকুড়া পুরসভার চেয়ারপার্সন অলকা সেন মজুমদার। অন্যদিকে,কোতুলপুর সহ জেলার বিভিন্ন ব্লকে এই দিনটি মহা সমারোহে পালিত হয়। আসুন জেনে নেওয়া যাক এই দিনটির তাৎপর্য।

আরবী ভাষায় 'ফাতেহা' শব্দের অর্থ মোনাজাত, দোয়া,বা প্রার্থনা ৷ 'দোয়াজ দাহাম' শব্দবন্ধের অর্থ বারো৷ অর্থাত্‍ 'ফাতেহা দোয়াজ দাহাম'- এর অর্থ একত্রে বারোর প্রার্থনা ৷এই বারো আসলে আরবি মাস 'রবিউল আউয়াল'- র ১২ তারিখ,এই দিনটিতেই বিশ্ব নবী হজরত মহম্মদ জন্ম গ্রহণ করেছিলেন ৷ তাই ফাতেহা দোয়াজ দাহাম আসলে বিশ্ব 'নবীর জন্মদিবস, সেই উপলক্ষ্যে দোয়া প্রার্থনা করেন মুসলিম ধর্মপ্রাণ মানুষ। আরবী ভাষায় 'রবিউন' শব্দ থেকেই রবিউল শব্দ এসেছে ৷ যার অর্থ বসন্ত বা সবুজের সমারোহ ৷ ইতিহাস বলছে নবী বা হজরত মহম্মদ যে বছর মা আমিনার গর্ভে আসেন সেই বছর মক্কার শুষ্ক মরুভূমি সবুজের সমারোহে প্রাণবন্ত হয়ে ওঠে ৷

সেই বছর গাছে গাছে প্রচুর ফুল ও ফলের সমাহার দেখে সকলে আপ্লুত হয়ে যান ৷ কোরাইশ সম্প্রদায় সেই বছরটিকে খুশি ও সঞ্জীবণের বছর হিসেবে আখ্যা দেন। সারা বিশ্বের শান্তির কামনায় এই দিনটিতে নবীর উদ্দেশ্যে প্রার্থনা করা হয়।

👁️‍🗨️দেখুন 🎦 ভিডিও। 👇


Next Story