শহর বাঁকুড়া

পাতাকোলায় নৈশ প্রহরীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার,খুনের অভিযোগ দায়ের পরিবারের,তদন্তে পুলিশ।

ঘটনাস্থল থেকে পুলিশ বিভিন্ন নমুনা সংগ্রহ করেছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় এদিনই বাঁকুড়া সদর থানায় খুনের অভিযোগ দায়ের করেছেন মৃতের ছেলে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সিদ্ধার্থ দর্জি জানান,পুলিশ তদন্ত শুরু করেছে।শীঘ্রই এই ঘটনার কিনারা হবে।

পাতাকোলায় নৈশ প্রহরীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার,খুনের অভিযোগ দায়ের পরিবারের,তদন্তে পুলিশ।
X

বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : এক নৈশ প্রহরীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এদিন উত্তাল হয়ে ওঠে বাঁকুড়া সদর থানার পাতাকোলা এলাকা।বাঁকুড়া শহর লাগোয়া পাতাকোলায় রবিবার সকালে স্থানীয় শ্মশানঘাট কালী মন্দির চত্বরে ওই নৈশ প্রহরীর রক্তাক্ত মৃতদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয় মানুষজন।এরপর মৃতের পরিবারেও খবর যায়। ঘটনাস্থল লাগোয়া ৬০ নাম্বার জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান মৃতের পরিবার ও পড়শী সহ স্থানীয় মানুষেরা।তারা খুনীকে গ্রেপ্তারের দাবীতে সরব হন।খবর পেয়ে বাঁকুড়া সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌছলে, পুলিশ কে ঘিরেও বিক্ষোভ প্রদর্শন করা হয়।

পরিস্থিতি সামাল দিতে পুলিশ সুপার,অতিরিক্ত পুলিশ সুপার সহ অন্যন্য পুলিশ আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। এবং অবরোধ হটিয়ে মৃতদেহ ময়না তদন্তের জন্য বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। পুলিশ জানিয়েছে,মৃতের নাম নাজিবউদ্দিন দালাল (৬৪)।বাড়ি,বাঁকুড়া শহরের কেঠারডাঙ্গায়।পরিবারের অভিযোগ, ষড়যন্ত্র করে খুন করা হয়েছে নাজিবউদ্দিনকে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে,বিভিন্ন জায়গায় টাকার বিনিময়ে নৈশ প্রহরী হিসেবে কাজ করতেন নাজিবউদ্দিন দালাল।কালীপুজো উপলক্ষে পাতাকোলা শ্মশানঘাট কালী মন্দিরে তাকে নিয়োগ করা হয়।

শনিবার রাতে সেই পাহারার কাজে যোগ দিতে বাড়ি থেকে বের হন তিনি।রবিবার সকালে ওই মন্দিরের সামনেই তাঁর রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখা যায়।ঘটনাস্থল থেকে পুলিশ বিভিন্ন নমুনা সংগ্রহ করেছে বলে জানা গিয়েছে।এই ঘটনায় এদিনই বাঁকুড়া সদর থানায় খুনের অভিযোগ দায়ের করেছেন মৃতের ছেলে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার)সিদ্ধার্থ দর্জি জানান,পুলিশ তদন্ত শুরু করেছে।শীঘ্রই এই ঘটনার কিনারা হবে।ঘটনাস্থলের পাশেই প্রচুর কাঠ জমিয়ে রাখা হয়েছিল কালী পুজোর খিচুড়ি রান্নার জন্য।পুলিশের অনুমান,সেই কাঠ দিয়েই মাথায় জোরালো আঘাত করা হয়।

যার ফলে অতিরিক্ত রক্ত ক্ষরণে মৃত্যু হয় নাজিম উদ্দিন দালালের।পুলিশ ঘটনাস্থল থেকে একাধিক নমুনা সংগ্রহ করেছে। এবং কিছু সুত্রও পেয়েছে ইতিমধ্যে। তার ভিত্তিতেই এগোচ্ছে তদন্ত।

👁️‍🗨️দেখুন🎦ভিডিও। 👇



Next Story