শহর বাঁকুড়া

ট্রেন লেটের বিড়ম্বনায় নাকাল নিত্যযাত্রীরা, রেল অবরোধ করে প্রতিবাদ ঝাঁটিপাহাড়িতে,ব্যহত ট্রেন চলাচল।

নিত্যযাত্রীদের অভিযোগ, এই রুটে লেটে ট্রেন চলাচল রুটিন হয়ে দাঁড়িয়েছে। রেল কতৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েও সমস্যা মেটেনি। একে তো সঠিক সময়ে ট্রেন স্টেশনে আসেই না,তার অপর প্যাসেঞ্জার ট্রেনকে দীর্ঘক্ষণ আটকে রেখে মালগাড়ী পারাপার করায় রেল।তার ফলে রেল লেটে চলে।

ট্রেন লেটের বিড়ম্বনায় নাকাল নিত্যযাত্রীরা, রেল অবরোধ করে প্রতিবাদ ঝাঁটিপাহাড়িতে,ব্যহত ট্রেন চলাচল।
X

বাঁকুড়া২৪x৭ প্রতিবেদন : প্রায় দিনই ট্রেন লেটে চলাচল করায় বিড়ম্বনা পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের।এই লেটের ফলে বাড়ি থেকে আগেভাগে বের হয়েও ঠিক সময়ে নিত্যযাত্রীরা তাদের কর্মস্থলে পোঁছতে পারছেন না।তার ফলে সমস্যায় পড়তে হচ্ছে রেল কতৃপক্ষকে নালিশ জানালেও অবস্থার কোন উন্নতি হয় নি।যথারিতি লেটেই চলছে ট্রেন।আর এর প্রতিবাদে এদিন ঝাঁটিপাহাড়ি স্টেশনে রেল অবরোধ করে বিক্ষোভ দেখালেন নিত্যযাত্রীরা৷ এদিন বেলা ১০ টা নাগাদ ঝাঁটিপাহাড়ি স্টেশনে খড়গপুর - আসানসোল ভায়া আদ্রা ট্রেনটি ঢুকতেই নিত্য যাত্রীরা ট্রেন আটকে বিক্ষোভে সামিল হন৷ ট্রেন থেকে নিত্যযাত্রীরা নেমে বিক্ষোভে সামিল হন। নিত্যযাত্রীদের অভিযোগ, এই রুটে লেটে ট্রেন চলাচল রুটিন হয়ে দাঁড়িয়েছে। রেল কতৃপক্ষের কাছে বারে,বারে, অভিযোগ জানিয়েও সমস্যা মেটেনি।

একে তো সঠিক সময়ে ট্রেন স্টেশনে আসেই না,তার অপর প্যাসেঞ্জার ট্রেনকে দীর্ঘক্ষণ আটকে রেখে মালগাড়ী পার হয়। ফলে অফিসের নিত্যযাত্রী এবং প্রচুর স্কুল শিক্ষক ও শিক্ষিকা তাদের কর্মস্থলে ঠিক সময়ে পৌছাতে পারছেন না। তার প্রতিবাদেই এই রেল অবরোধে সামিল হন তারা।এদিকে,এই অবরোধের জেরে প্রায় ঘন্টা দুই ট্রেন চলাচলে ব্যাঘাত ঘটে৷ রেল অবরোধ হটাতে কোমর বেঁধে নেমে পড়ে জিআরপি ও আরপিএফ বাহিনী। তারা অবরোধরত নিত্যযাত্রীদের রেল লাইন থেকে হটিয়ে দেয়। প্রায় দুপুর ১২ টার পর এই রুটে রেল চলাচল স্বাভাবিক হয়।

👁️‍🗨️দেখুন🎦ভিডিও। 👇


Next Story