নব কলেবরে শহরের ছোট রথ দেখতে রাত পর্যন্ত উপচে পড়ল ভীড়।
বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বাঁকুড়ার পোদ্দার পাড়ার শ্যাম সুন্দর জিউ এর রথ ছোটো রথ নামে পরিচিত বাঁকুড়া শহর জুড়ে। বর্তমানে যে রথটি রয়েছে এটি তৈরি করা হয় ১৩৬৩ সালে।তারপর থেকে টানা ৬৬ বছর এই রথ সংস্কার করা হয়নি।এবছর ৬৭ তম বর্ষে রথ যাত্রা উপলক্ষ্যে নব কলেবরে সেজে উঠল এই রথ।পুরো রথ নতুন করে রঙ করা হয়েছে।এই রথের উচ্চতা ৪২ ফুট। রথটির সূচনা কালের হিসেবে বড়ো রথের তুলনায় কয়েক বছরের নবীন এই রথটি তাই এই রথ ছোটো রথ নামেই পরিচিত। রথ চালনায় সুবিধার জন্য রয়েছে উন্নত মানের স্টিয়ারিং। ফলে রাস্তায় বাঁক নেওয়া সহজ হয়। তবে রথ চলে চিরাচরিত প্রথা মেনে দড়িতে টানে।
রথের দড়ি টেনে পুন্য লাভের জন্য রথের দিন হুড়োহুড়ি পড়ে যায়। আর ছোঁড়া বাতাসা অর্থাৎ হরির লুটের বাতাসা কুড়ানো এই রথ যাত্রার অন্যতম বৈশিষ্ট্য। এবার নব কলেবরে সাজানো ছোট রথ দেখতে রাত পর্যন্ত ছিল উপচে পড়া ভীড়।
👁️🗨️দেখুন 🎦ভিডিও। 👇