শহর বাঁকুড়া

মহা সমারোহে পালিত ছট পুজো,অস্তগামী সূর্য্যকে অর্ঘ্য নিবেদন শ্রদ্ধালুদের।

আজ অস্তগামী সুর্যকে অর্ঘ্য নিবেদনের পর আগামী কাল উষালগ্নে ফের উদীয়মান সুর্য্যকে অর্ঘ্য নিবেদনের মাধ্য দিয়ে ছট পুজো সমাপন হবে।

মহা সমারোহে পালিত ছট পুজো,অস্তগামী সূর্য্যকে অর্ঘ্য নিবেদন শ্রদ্ধালুদের।
X

বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : জেলা জুড়ে মহা সমারোহে পালিত হচ্ছে ছট পরব। শহরের নদীঘাটে গুলিতে অস্তগামী সূর্য্যকে অর্ঘ্য নিবেদনের জন্য শ্রদ্ধালুদের ভীড় ছিল উপচে পড়া। শহরের গন্ধেশ্বরী নদীতে এদিন প্রচুর মানুষ সুর্য্যদেবযে অর্ঘ্য নিবেদন করেন।পঞ্জিকা মতে কার্তিক মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথি থেকে শুরু হয় ছটের ব্রত।এরপর টানা ৩৬ ঘণ্টা নির্জলা উপবাস থাকেন ভক্তরা। ষষ্ঠী তিথিতে পালিত হয় ছট উৎসব। সন্তানের দীর্ঘায়ু, সুখ-সৌভাগ্য এবং প।পরিবারের মঙ্গল কামনায় সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করা হয়।ছটের সাথে যোগ রয়েছে রামায়ন ও মহাভারতের।

রামায়ণে উল্লেখ আছে, মহর্ষি মুদগল সীতাকে ছটব্রত সম্পর্কে অবহিত করেন। এরপর সীতা টানা ছয় দিন সূর্য আরাধনায় ব্রতী হয়েছিলেন। অন্যদিকে, মহাভারতে কথিত আছে,পাশা খেলায় পাণ্ডবরা পরাজিত হওয়ার পর দ্রৌপদী ছট ব্রত পালন করেছিলেন। তারপরই পাণ্ডবরা রাজ্য ফিরে পেয়েছিল। একই ভাবে আজও ছট ব্রত পালন হয়ে আসছে। বাঁকুড়া পুরসভার কাউন্সিলর দিলীপ আগরওয়াল, এদিন উপস্থিত হয়েছিলেন গন্ধেশ্বরী নদী ঘাটে। তিনি যখন,বাঁকুড়া পুরসভার উপ।পুরপ্রধান ছিলেন তখন ছট পুজোর জন্য নদীঘাট সংস্কার ও শহরের তিনটি নদীঘাটের ছট পুজো কমিটি গুলিকে আর্থিক সহায়তা চালু করে বাঁকুড়া পুরসভা।

যা আজও বজায় আছে।এজন্য পুরসভা কতৃপক্ষ কে ধন্যবাদও জনান দিলীপ বাবু।আজ অস্তগামী সুর্যকে অর্ঘ্য নিবেদনের পর আগামী কাল উষালগ্নে ফের উদীয়মান সুর্য্যকে অর্ঘ্য নিবেদনের মাধ্য দিয়ে ছট পুজো সমাপন হবে।

👁️‍🗨️দেখুন🎦ভিডিও। 👇



Next Story