শহর বাঁকুড়া

এক পলকেই চেনার সুবিধার জন্য জেলার পুলিশ গাড়ীর ভোল বদল, সাথে আরও উন্নত পরিষেবা।

এক পলকেই চেনার সুবিধার জন্য জেলার পুলিশ গাড়ীর ভোল বদল, সাথে আরও উন্নত পরিষেবা।
X

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : এবার এক পলকেই নজরে পড়বে বাঁকুড়া জেলা পুলিশের গাড়ী। ভীড়ের মধ্যে পুলিশ গাড়ীকে আলাদা করে সহজে চেনার জন্য আমুল বদলে গেল পুলিশ গাড়ীর লুক।এই ট্রেন্ডি লুক আনতে স্টিকার গ্রাফিক্সেও আনা হয়েছে পরিবর্তন। জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকার জানান,জেলায় প্রাথমিক পর্যায়ে ২৫ টি গাড়ীকে এই পরিবর্তন ঘটিয়ে তা থানা গুলির হাতে তুলে দেওয়া হবে৷ পরের ধাপে আরও ২৫ টি গাড়ীর এই নুতন লুক দিয়ে সেগুলিও জেলার বিভিন্ন থানায়, থানায় পাঠানো হবে। আজ জেলা পুলিশ লাইনে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে সবুজ পতাকা নাড়িয়ে এই ট্রেন্ডি লুকের পুলিশ গাড়ীর যাত্রা শুরু করেন পুলিশ সুপার ধৃতিমান সরকার। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার বিবেক বার্মা সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।

পুলিস সুপার ধৃতিমান সরকার জানান লুক বদলের পাশাপাশি গাড়ী গুলির যান্ত্রিক মানও উন্নত ও বিজ্ঞানসম্মত করে গড়ে তোলা হয়েছে। এর ফলে জেলা পুলিশের পরিবহন পরিষেবাও আরও গতি পাবে। জেলা পুলিশে আধুনিকতার ছোঁয়া লাগাতে এই অভিনব উদ্যোগ নিসন্দেহে প্রশংসনীয়। বাঁকুড়াবাসীর পক্ষে বাঁকুড়া২৪X৭ পুলিশের এই উদ্যোগে স্বাগত জানাচ্ছে।

👁️দেখুন 🎦ভিডিও। 👇



Next Story