শহর বাঁকুড়া

খোয়া যাওয়া ও চুরি হওয়া মিলিয়ে প্রায় ৫৫০ মোবাইল ফোন প্রকৃত মালিকদের ফিরিয়ে দিতে শিবির জেলা পুলিশের।

আপনার মোবাইল খোয়া গেলে,বা হারিয়ে ফেললে কিংবা চুরি গেলে বাঁকুড়া জেলা পুলিশের সন্ধান লস্ট মোবাইল রিপোর্ট পোর্টালে গিয়ে অভিযোগ দায়ের করলেই ফিরে পেতে পারেন নিজের মোবাইল ফোন।

খোয়া যাওয়া ও চুরি হওয়া মিলিয়ে প্রায় ৫৫০ মোবাইল ফোন প্রকৃত মালিকদের ফিরিয়ে দিতে শিবির জেলা পুলিশের।
X

বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : বিগত ৮ মাসে প্রায় ২০০০ জনের হাতে তাদের খোয়া যাওয়া বা চুরি হওয়া মোবাইল উদ্ধার করে ফিরিয়ে দিতে পেরেছে বাঁকুড়া জেলা পুলিশ।আজ বাঁকুড়া পুলিশ লাইনে শিবিরের আয়োজন করে ৫৪৫ জনকে তাদের মোবাইল ফিরিয়ে দিল বাঁকুড়া জেলা পুলিশ। এই শিবিরের আনুষ্ঠানিক সূচনা করেন বাঁকুড়া জেলার পুলিশ সুপার বৈভব তেওয়ারী। অন্যন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার সদর,সিদ্ধার্থ দর্জি,ডিএসপি ডি এণ্ড টি সুপ্রকাশ দাস প্রমুখ উপস্থিত ছিলেন৷ জেলার পুলিশ সুপার বৈভব তেওয়ারী জানান বাঁকুড়া জেলার বিভিন্ন থানা এলাকায় খোয়া যাওয়া,হারিয়ে যাওয়া কিংবা চুরি হয়েছিল,

এমন মোবাইল উদ্ধারের হার এই জেলায় বেশ ভালো। বাঁকুড়া জেলা পুলিশের সন্ধান অ্যাপের মাধ্যমেও প্রচুর মানুষ তাদের মোবাইল ফিরে পাচ্ছেন।আপনার মোবাইল খোয়া গেলে,বা হারিয়ে ফেললে কিংবা চুরি গেলে বাঁকুড়া জেলা পুলিশের সন্ধান লস্ট মোবাইল রিপোর্ট পোর্টালে গিয়ে আপনাকে অভিযোগ দায়ের করতে হবে৷ আপনার ওয়েব ব্রাউজারে গিয়ে আপনি ankurapolicesandhan.org সার্চ করলেই আপনার কাছে ক্লিক হিয়ার ট্যাব খুলে যাবে৷ এরপর রিপোর্ট লস্ট মোবাইল সেকশনে ক্লিক করে আপনি অনলাইনেই অভিযোগ দাখিল করতে পারবেন।

👁️‍🗨️দেখুন🎦ভিডিও। 👇

সন্ধান অ্যাপে পৌঁছতে চাইলে এই লেখার ওপর ক্লিক করুন।

Next Story