শহর বাঁকুড়া

মুখ্যমন্ত্রীর উদ্বোধন করা ভরতপুরের পট শিল্পীদের আবাসের চালা থেকে বৃষ্টির জল পড়ায় ক্ষোভ শিল্পীদের, দ্রুত মেরামতির আশ্বাস জেলাশাসকের।

মুখ্যমন্ত্রীর উদ্বোধন করা ভরতপুরের পট শিল্পীদের আবাসের চালা থেকে বৃষ্টির জল পড়ায় ক্ষোভ শিল্পীদের, দ্রুত মেরামতির আশ্বাস জেলাশাসকের।
X

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ের কোলে ভরতপুর গ্রাম।এই গ্রামের পটশিল্পীদের জন্য আদর্শ গ্রাম ও পটশিল্পীদের আবাস গড়ে তোলার প্রকল্প হাতে নেয় রাজ্য সরকার। প্রায় ৬০ লক্ষ টাকা ব্যায়ে একটি ভবন এবং ১৫ টি দুই কক্ষ বিশিষ্ট বাড়ি গড়ে তোলা হয়। আজ ঝাড়গ্রামের বিশ্ব আদিবাসী দিবস উদযাপন মঞ্চ থেকে এই প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী এখানকার প্রান্তিক পটশিল্পীদের বসবাসের জন্য বাড়ি বরাদ্দ করলেও নির্মাণ সংস্থার গাফিলতির ফলে এই নব নির্মিত বাড়ির টালির চালা থেকে পড়ছে বৃষ্টির জল। আর ভারী বৃষ্টি হলে সমস্যা আরও বাড়বে।

সারা ঘর জলে ভরে যাওয়ার আশঙ্কাও করছেন পটশিল্পীরা।নিজেদের মাথা গোঁজার ঠাঁই মিললেও এই জল বিভ্রাটের জেরে সংবাদ মাধ্যমের ক্যামেরার তারা এদিন ক্ষোভ উগরে দেন। পাশাপাশি,এই সমস্যার কথা জানান জেলাশাসক কে,রাধিকা আয়ারকে শিল্পীদের কাছে অভিযোগ পেয়েই জেলাশাসক তৎক্ষনাৎ ছাতনার বিডিওকে বিষয়টি খতিয়ে দেখে রিপোর্ট দিতে বলেন। এবং অতিদ্রুত এই সমস্যা সমাধানের আশ্বাস দেন।তিনি জানান,এখানে পর্যটকদের জন্য হোম স্টের ব্যবস্থাও গড়ে তোলা হচ্ছে।ইতিমধ্যে কয়েকজন শিল্পী হোম স্টের জন্য আবেদন করেছেন। তাদের জন্য অতিরিক্ত টাকা বরাদ্দ করে আরও অতিরিক্ত বাড়ি বানিয়ে দেওয়া হবে।

ফলে পর্যটকরা শিল্পীদের গ্রামে থেকেই শুশুনিয়া পাহাড়ের শোভা উপভোগ করতে পারবেন।মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাড়ি পেয়ে বেজায় খুশি পটশিল্পীরা।কিন্তু নির্মান সংস্থার নিম্ন মানের সামগ্রী দিয়ে বাড়ি বানানো এবং তাদের গাফিলতির ফলে টালির চালা দেখে বৃষ্টির জন পড়ার ঘটনায় স্বাভাবিক ভাবেই ওই সংস্থার বিরুদ্ধে সরব হয়েছেন।নির্মাণ সংস্থার বিরুদ্ধে প্রশাসনিক স্তরে ব্যবস্থা নেওয়ার দাবীও উঠছে।

👁️‍🗨️দেখুন 🎦ভিডিও। 👇


Next Story