পথ দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু,আহত যুবককে নিজের গাড়ি করে হাসপাতালে ভর্তি করলেন সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো।
সতীঘাট ব্রীজ পেরিয়ে ৬০ নাম্বার জাতীয় সড়কে সেই সময় একটি লরির সাথে মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। সবে দুর্ঘটনা ৩০ সেকেন্ড ঘটেছে। সেই সময় জ্যোর্তিময় বাবু ঘটনাস্থল পার হচ্ছিলেন।দেখেন, রক্তাক্ত দুই যুবক কাতরাচ্ছে।এক জন লরির চাকার তলায় আর এজজন ছিটকে খানিক দূরে পড়ে আছে।তিনি নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ জওয়ানদের সাথে নিয়ে আহতকে সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।
বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : মানবিক সাংসদ।পথ দুর্ঘটনায় আহতকে নিজের গাড়ি করে হাসপাতালে পৌঁছানোর পাশাপাশি,নিজে হাতে স্ট্রেচার ধরে হাসপাতালে ভর্তিও করলেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। এদিন তিনি পুরুলিয়া থেকে কলকাতা যাচ্ছিলেন।সতীঘাট ব্রীজ পেরিয়ে ৬০ নাম্বার জাতীয় সড়কে সেই সময় একটি লরির সাথে মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। সবে দুর্ঘটনা ৩০ সেকেন্ড ঘটেছে। সেই সময় জ্যোর্তিময় বাবু ঘটনাস্থল পার হচ্ছিলেন।দেখেন, রক্তাক্ত দুই যুবক কাতরাচ্ছে।এক জন লরির চাকার তলায় আর এজজন ছিটকে খানিক দূরে পড়ে আছে। এবং আর্ত চিৎকার করছে।
সাথে,সাথে তিনি এবং তার নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ জওয়ানরা মিলে আহতকে সাংসদের গাড়িতে তুলে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।স্থানীয় সুত্রে জানা গেছে,বেসরকারি সংস্থায় কর্মরত দুই কর্মী একটি মোটর বাইকে চড়ে বাঁকুড়া থেকে ৬০ নাম্বার জাতীয় সড়ক হয়ে দুর্গাপুর যাচ্ছিলেন।গন্ধেশ্বরী সেতুর কাছে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুত গতির লরির মুখোমুখি সংঘর্ষ ঘটে।বাইকে থেকে দুইজনই ছিটকে পড়েন।স্থানীয়দের দাবি,ঘটনাস্থলেই মারা যায় এক যুবক।আন্য এক যুবককে আহত অবস্থায় উদ্ধার করে বাঁকুড়া মেডিকেলে নিয়ে যান জ্যোতিমর্য বাবু।
মৃত যুবকের নাম অভিজিৎ পাল,সে বাঁকুড়া সদর থানা এলাকার জামবনী গ্রামের বাসিন্দা এবং আহত যুবকের নাম নিত্যপ্রসাদ পাল।এদিন দুপুরে এই পথ দুর্ঘটনার জেরে ঘটনাস্থলে সাময়িক উত্তেজনার সৃষ্টি হয়। বাঁকুড়া সদর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়৷
👁️🗨️দেখুন🎦ভিডিও। 👇