মর্মান্তিক! পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু এক মানসিক ভারসাম্যহীন মহিলার,চাঞ্চল্য শহরের কুচকুচিয়ায়।
জেলা পুলিশ সুত্রে জানানো হয়েছে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে বাঁকুড়া সদর থানার পুলিশ।
বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : মঙ্গলবার দুপুরে বাঁকুড়া শহরের কুচকুচিয়ায় হরেশ্বর মেলার কাছে একটি পুকুরে এক মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় বোষ্টম পুকুরে কবিতা লোহার নামে এক মহিলার মৃতদেহ ভাসতে দেখা যায়।এরপর স্থানীয় বাসিন্দারা খবর দেন বাঁকুড়া সদর থানায়।পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, বছর ৪৫ এর কবিতা দেবী খানিক মানসিক ভারসাম্যহীন ছিলেন।অন্যন্য দিনের মতো এদিন দুপুরেও তিনি পুকুরে স্নান করতে গিয়েছিলেন।সেই সময় তিনি পুকুরের জলে ঢুবে যান।
স্থানীয় সুত্রে জানাগেছে,কবিতা দেবীর বিয়ে হলেও কিছু দিনের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটে। তারপর থেকেই কুচকুচিয়াতে তিনি থাকতেন।তার নিজের কোন বাড়ি না থাকায় স্থানীয় বাসিন্দা ও ক্লাবের সদস্যরা মিলে তার থাকার আস্তানার ব্যবস্থার পাশাপাশি,তার খাওয়া পরা থেকে যাবতীয় দেখভাল করতেন।খানিক মানসিক ভারসাম্যহীন হলেও কবিতা দেবী নিজের কাজ নিজেই করতেন। এদিন চপ্পল খুলে ঘাটে কাপড় চোপড় কেচে জলে স্নান করতে নামেন তিনি।তারপর কোন কারনে জলে তলিয়ে যান।কিছুক্ষন পর তার মৃতদেহ ভেসে ওঠে।এদিকে,জেলা পুলিশ সুত্রে জানানো হয়েছে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে।
তার ভিত্তিতে প্রারথমিক তদন্ত শুরু করেছেন বাঁকুড়া সদর থানার পুলিশ।
👁️🗨️দেখুন🎦ভিডিও। 👇