জেলা জুড়ে লোক আদালতে ব্যপক সাড়া,আন্তর্জাতিক নারী দিবসে বাঁকুড়ায় লোকআদালতে বসল মহিলা বিচারক বেঞ্চ।
এবছর প্রথম মহকুমা স্তরেও লোক আদালত বসানোর ফলে যাতায়াতের ক্ষেত্রে প্রান্তিক মানুষ জনের সুবিধা হয়েছে। স্বাভাবিক ভাবেই লোক আদালতে হাজিরার পাশাপাশি,মামলা নিষ্পত্তির হারও খানিক বেড়ে গিয়েছে।

বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : জেলার বাঁকুড়া সদর,বিষ্ণুপুর ও খাতড়া এই তিন মহকুমাতেই বসল লোক আদালত। এবার আম জনতার সুবিধার কথা মাথায় রেখে মহকুমা স্তরে লোক আদালতের পরিষেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেয় জেলা আইনী পরিষেবা কতৃপক্ষ। বাঁকুড়া সদরেই প্রায় সাড়ে ছয় হজার জনকে মামলা নিষ্পত্তির জন্য নোটিশ জারি করা হয়। বাঁকুড়া সহ বিষ্ণুপুর খাতড়া মিলিয়ে এই নোটিশ জারির মোট সংখ্যা প্রায় ১৬ হাজারের আশেপাশে। বছরের প্রথম লোক আদালতে ভালো সাড়া মিলেছে। সকাল থেকেই লোক আদালত গুলিতে ভীড় ছিল উপচে পড়া। এদিন আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে লোক আদালতে বিশেষ মহিলা বেঞ্চ বসানো হয়। এই বেঞ্চে বিচারক থেকে আদালত কর্মী,এবং নিরাপত্তার দায়িত্বও সামলান মহিলারা। বাঁকুড়া জেলা আইনী পরিষেবা কতৃপক্ষ-
অর্থাৎ DLSA এর সেক্রেটারি মহম্মদ আরিফ নবাব জানান,এ বছরের প্রথম আয়োজিত জাতীয় লোক আদালতে জেলার তিন মহকুমা জুড়েই ভালো সাড়া মিলেছে। এবং আন্তর্জাতিক নারী দিবসে সম্পূর্ণ ভাবে মহিলা পরিচালিত লোক আদালতের আয়োজন করা হয়। এই বিশেষ বেঞ্চে বিচারক, আদালত কর্মী এমনকি নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মী সকলেই ছিলেন মহিলা। তিনি আরও বলেন, লোক আদালত সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে DLSA সারা বছর ধরে বিভিন্ন কর্মসুচি নিয়ে থাকে। এবছর প্রথম মহকুমা স্তরেও লোক আদালত বসানোর ফলে যাতায়াতের ক্ষেত্রে প্রান্তিক মানুষ জনের সুবিধা হয়েছে। স্বাভাবিক ভাবেই লোক আদালতে হাজিরার পাশাপাশি,মামলা নিষ্পত্তির হারও খানিক বেড়ে গিয়েছে, তা বলাই বাহুল্য।
এদিন,দীর্ঘ দিন ধরে আটকে থাকা মামলা থেকে রেহাই মেলায় খুশী আইনী পরিষেবা প্রাপকরা। আর এখানেই লোক আদালতের স্বার্থকতা।
👁️🗨️দেখুন🎦ভিডিও। 👇