শুশুনিয়া বেড়াতে এসে বিপত্তি, জানালার রেলিংয়ে ঠেস দিতে গিয়ে,লজের দোতালা থেকে পড়ে গুরুতর আহত ৫ বছরের শিশু।
শিশুটিকের মাথায় গুরুতর আঘাতের ফলে ভেতরে কয়েক জায়গায় রক্ত ক্ষরণ যেমন হয়েছে, তেমনি কয়েকটি জায়গায় রক্ত জমাট বেঁধে গিয়েছে। যার ফলে,পরিস্থিতি জটিল আকার নিয়েছে। এখন কলকাতায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে তার।
বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : কলকাতা থেকে শুশুনিয়া পাহাড়ে বেড়াতে এসে বড়ো বিপত্তির সম্মুখীন হতে হল একটি পরিবারকে। পরিবারের বছর ৫ এর শিশু বিহান দাস আরও কয়েক জন বাচ্চার সাথে রুমের মধ্যে খেলছিল।বড়োরা সেখানে ছিলেন না।সেই সময় আচমকা রুম থেকে বেরিয়ে এসে জানলার রেলিংয়ে হেলান দিতেই দোতলা থেকে একেবারে নীচে পড়ে যায় শিশুটি। মাথায় গুরুতর চোট লাগে।সেই সময় শিশুর বাবা -মা বাজারে গিয়েছিলেন।শিশুটির আর্তনাদ শুনে,লজের অন্যন্য পর্যটকেরা ছুটে এসে শিশুটিকে উদ্ধার করেন।এবং তড়িঘড়ি ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখান থেকে বাঁকুড়া মেডিকেলে রেফার করা হয়। এরপরও অবস্থার উন্নতি না হওয়ায় পরিবারের লোকজন কলকাতায় নিয়ে গিয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন শিশুটিকে।তার মাথায় গুরুতর আঘাতের ফলে ভেতরে কয়েক জায়গায় রক্ত ক্ষরণ যেমন হয়েছে, তেমনি কয়েকটি জায়গায় রক্ত জমাট বেঁধে গিয়েছে।ফলে,পরিস্থিতি জটিল আকার নিয়েছে বলে জানা গেছে। তবে,শিশুটির অবস্থা এখন স্থীতিশীল বলে পরিবারের পক্ষে জানানো হয়েছে। গতকাল বিকেলের দিকে এই দুর্ঘটনাটি ঘটে।দোতলার রেলিং যে ভাঙ্গা ছিল, এবং তা নাম মাত্র ঠেকানো ছিল তা কার্যত স্বীকার করে নিয়েছেন ওই লজের এক কর্মী।
তবে,লজ মালিকের কোন প্রতিক্রিয়া মেলেনি। তিনি সংবাদ মাধ্যমকে কার্যত এড়িয়ে গিয়েছেন।এদিকে আহত শিশুর পরিবারের পক্ষ থেকে লজ কতৃপক্ষের বিরুদ্ধে গাফিলতি এবং অমানবিক ব্যবহারের অভিযোগ তোলা হয়েছে। এত বড়ো দুর্ঘটনার পরও কোন হেলদোল নেই লজ কতৃপক্ষের।এমনকি আজ ছাতনা থানায় আসার ক্ষেত্রেও লজের মালিক গড়িমসি করেন বলে অভিযোগ তুলেছেন শিশুর এক নিকট আত্মীয়।কলকাতার বেহালা চৌরাস্তা এলাকার বাসিন্দা রিন্টু দাস পরিবারকে সাথে নিয়ে শুশুনিয়া পাহাড়ে বেড়াতে এসেছিলেন।
লজের গাফিলতিতে এমন দুর্ঘটনার কবলে পড়তে হবে তার এই এক রত্তি শিশুকে তা ভেবে উঠতে পারছেন না তিনি।পাশাপাশি, প্রশ্ন উঠছে এই এলাকার লজ গুলির পরিকাঠামো নিয়েও৷ জেলা প্রশাসনের পক্ষ থেকে লজ ও হোটেল গুলির পরিকাঠামো খতিয়ে দেখারও জোরালো দাবি উঠছে।
👁️🗨️দেখুন🎦ভিডিও। 👇