শহর বাঁকুড়া

তৃণমূলের দিল্লির ধর্ণায় যোগ দিতে বাঁকুড়া থেকে রওনা দিলেন ১০০ দিনের কাজের শ্রমিকরা।

তৃণমূলের দিল্লির ধর্ণায় যোগ দিতে বাঁকুড়া থেকে রওনা দিলেন ১০০ দিনের কাজের শ্রমিকরা।
X

বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : শুক্রবার দুপুরে বাঁকুড়া থেকে তৃণমূল কংগ্রেসের দিল্লির ধর্ণা কর্মসূচিতে যোগ দিতে জেলার বিভিন্ন ব্লক মিলিয়ে প্রায় সাড়ে চারশো জন ১০০ দিনের কাজের শ্রমিকরা।তারা দীর্ঘদিনের বকেয়া মজুরী আদায়ের দাবিতে ধর্ণায় যোগ দেবেন। প্রসঙ্গত,১০০ দিনের কাজ, আবাস যোজনা সহ একাধিক প্রকল্পে প্রায় এক লাখ ১৫ হাজার কোটি টাকা কেন্দ্রের কাছে বকেয়া রয়েছে বলে অভিযোগ রাজ্য সরকারের। সেই বকেয়া আদায়ের দাবিতে 'দিল্লি চলো'র ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস।অভিযোগ,তোলা হয়েছে প্রতিহিংসা বসতই বাংলার প্রাপ্য বরাদ্দ টাকা আটকে রেখেছে নরেন্দ্র মোদীর সরকার।

তার প্রতিবাদে দিল্লিতে আগামী ২ অক্টোবর এবং ৩ অক্টোবর তৃণমূল কংগ্রেসের দিল্লি অভিযান কর্মসুচি। এই কর্মসুচিতে যোগ দিয়ে আজ দুপুরে বাঁকুড়া জেলা তৃণমূল ভবন থেকে বাসে চড়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন ১০০ দিনের কাজের বঞ্চিত শ্রমিকরা। তাদের এই যাত্রার আনুষ্ঠানিক সূচনা করেন তৃণমূলের বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি দিব্যেন্দু সিংহ মহাপাত্র। তিনি বলেন,বাঁকুড়া থেকে প্রায় সাড়ে চারশো জন এদিন রওনা দিলেন।তৃণমূল সুত্রে খবর, কলকাতা পৌঁছে তারা নেতাজী ইনডোর স্টেডিয়ামে রাত কাটাবেন তা

তারপর শনিবার সকাল আটটা নাগাদ হাওড়া স্টেশন থেকে বিশেষ ট্রেনে চাপবেন।তৃণমূল কংগ্রেসের বুক করা এই ২২ বগির ট্রেনটি দিল্লি পৌঁছবে ১ লা অক্টোবর সকাল আটটায়।সেই দিন দিল্লিতেই থাকবেন ধর্ণায় অংশগ্রহনকারীরা।তার পর আগামী ২ অক্টোবর ও ৩ অক্টোবর কর্মসূচিতে যোগ দেবেন।২ অক্টোবর গান্ধী জয়ন্তীতে রাজঘাটে প্রার্থনায় যোগ দেবেন। তারপর ৩ রা অক্টোবর গিরিরাজ সিংহের অফিসে ধর্ণায় অংশ নেবেন।তার পর তারা রাজ্যে ফিরে আসবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই আন্দোলনে যোগ দিতে বাঁকুড়া জেলা থেকে ভালো সংখ্যক মহিলা এদিন রওনা দেন৷

লোকসভা ভোটের আগে তৃণমূল কংগ্রেসের এই দিল্লি অভিযান বিজেপি সরকারকে কতখানি বেগ দেয় তা নিয়ে ইতি মধ্যেই অংক কষা শুরু করে দিয়েছে বিজেপির ক্রাইসিস ম্যানেজারা।

👁️‍🗨️দেখুন 🎦ভিডিও 👇


Next Story