ব্রেকিং নিউজ

ডিজিটাল যুগেও ভাটা পড়েনি বই পড়ায়,তবে পান্ডব গোয়েন্দার ডিজিটাল প্রসার ঘটলে,তাতেও কোনো ছুৎমার্গ নেই তাঁর, এমনটাই জানালেন, পান্ডব গোয়েন্দার স্রষ্টা ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়।

ডিজিটাল যুগেও ভাটা পড়েনি বই পড়ায়,তবে পান্ডব গোয়েন্দার ডিজিটাল প্রসার  ঘটলে,তাতেও কোনো ছুৎমার্গ নেই তাঁর, এমনটাই জানালেন, পান্ডব গোয়েন্দার স্রষ্টা ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : ডিজিটাল যুগেও ভাটা পড়েনি বই পড়ায়,তবে পান্ডব গোয়েন্দার ডিজিটাল প্রসার ঘটলে,তাতে কোনো ছুৎমার্গ নেই পান্ডব গোয়েন্দার স্রষ্টা ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের। ৩৪ তম বাঁকুড়া জেলা বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে এসে এমনটাই জানালেন এই প্রথিতযশা শিশু সাহিত্যিক।

তিনি বলেন, "আমার কাজ লেখার,তা কোন মাধ্যমে যাবে,সেটা বড়ো বিষয় নয়,তবে বিজ্ঞান এগোলে, আমাদেরও এগোতে হবে। সত্যজিত রায় মোবাইলই দেখেন নি। আমরা ভাগ্যবান,এসব দেখছি। তাই,পান্ডব গোয়েন্দা যদি ডিজিটালি প্রচার পায়,বা ওয়েব সিরিজে তাট প্রসার ঘটে,তা ঘটুক,কিন্তু ডিজিটাল বাতাবরনে,বই পড়ায় যে ভাটা পড়েছে, এমন কথা মানতে নারাজ তিনি। বা,বাংলার নয়া প্রজন্ম বই থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে এমটাও নয় বলে দাবী করে ষষ্ঠী বাবু বলেন, তার প্রমাণ, এই বই মেলা। জেলায়,জেলায়,এখনও বই মেলায় "বই"- বিক্রি হচ্ছে রমরমিয়ে"।

অন্যদিকে, তাঁর সাথে সহমত পোষন করেছে এই প্রজন্মের প্রতিনিধি জাগৃতি দত্তের মতো কিশোরীরাও।

মঙ্গলবার, বিকেলে এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীও।

১লা জানুয়ারী থেকে ৭ই জানুয়ারী পর্যন্ত বাঁকুড়া খ্রীস্টান কলেজ ময়দানে এই মেলা চলবে।

এবার মেলার মঞ্চ তৈরী করা হয়েছে জেলার শিল্পী যামিনী রায়ের স্মরণে।

আর বই মেলার থিম হিসেবে বেছে নেওয়া হয়েছে জেলার আইকন টেরাকোটা শিল্প কে।

বই মেলা প্রতিদিন দুপুর ১টা থেকে রাত্রি ৮ টা পর্যন্ত খোলা থাকবে। প্রতিদিনই থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভার আয়োজন। আর শেষ দিনের আকর্ষণ, ভুমি ব্যান্ডের অনুষ্ঠান।

#দেখুন ভিডিও।[embed]

Next Story