ব্রেকিং নিউজ

জেলার বিশ্ব বাংলা শারদ সম্মান -২০১৮ : সেরা পূজো : পুয়াবাগান সার্বজনীন, বিষ্ণুপুর সেনহাটি সার্বজনীন ও বিষ্ণুপুর তিন নাম্বার ওয়ার্ড সার্বজনীন # সেরা মন্ডপ : মধ্য কেন্দুয়াডিহি সার্বজনীন, লালবাজার সার্বজনীন ও বাংলা নবারুণ সংঘ,। # সেরা প্রতিমা : ইন্দারাগোড়া- হরেশ্বর মেলা সার্বজনীন, বালসী নাইট অ্যাঙ্গেল সোসাইটি ও ফুলকুসমা বাজার সার্বজনীন। # গ্রীণ পুজো’ বিভাগে প্রথম : কোতুলপুর আনন্দ পল্লী জনকল্যাণ সমিতি, দ্বিতীয় : শুশুনিয়া সার্বজনীন এবং তৃতীয় : বিষ্ণুপুরের ময়রা পুকুর সার্বজনীন।

জেলার বিশ্ব বাংলা শারদ সম্মান -২০১৮  : সেরা পূজো : পুয়াবাগান সার্বজনীন, বিষ্ণুপুর সেনহাটি সার্বজনীন ও বিষ্ণুপুর তিন নাম্বার ওয়ার্ড সার্বজনীন # সেরা মন্ডপ  : মধ্য কেন্দুয়াডিহি সার্বজনীন,  লালবাজার সার্বজনীন ও বাংলা নবারুণ সংঘ,। # সেরা প্রতিমা :  ইন্দারাগোড়া- হরেশ্বর মেলা সার্বজনীন,  বালসী নাইট অ্যাঙ্গেল সোসাইটি ও ফুলকুসমা বাজার সার্বজনীন। #  গ্রীণ পুজো’ বিভাগে প্রথম  : কোতুলপুর আনন্দ পল্লী জনকল্যাণ সমিতি, দ্বিতীয় :  শুশুনিয়া সার্বজনীন এবং তৃতীয় : বিষ্ণুপুরের ময়রা পুকুর সার্বজনীন।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : আজ বিশ্ব বাংলা শারদ সম্মানের বাঁকুড়া জেলার আনুষ্ঠানিক ফল ঘোষনা করলেন জেলা শাসক ডাঃ উমা শঙ্কর এস।

এবার,সেরা তিনটি পুজো’র সম্মান পেয়েছে বাঁকুড়ার পুয়াবাগান সার্বজনীন,বিষ্ণুপুরের সেনহাটি সার্বজনীন ও

তিন নাম্বার ওয়ার্ড সার্বজনীন।

সেরা তিন মণ্ডপের শিরোপা পেল বাঁকুড়ার মধ্য কেন্দুয়াডিহি সার্বজনীন, ও লালবাজার সার্বজনীন

এবং খাতড়ার বাংলা নবারুণ সংঘ।

পাশাপাশি, সেরা তিন প্রতিমার শিরোপা অর্জন করেছে : বাঁকুড়ার ইন্দারাগোড়া-হরেশ্বর মেলা সার্বজনীন,বালসী নাইট অ্যাঙ্গেল সোসাইটি ও ফুলকুসমা বাজার সার্বজনীন।

এছাড়াও ‘গ্রীণ পুজো’ বিভাগে প্রথম স্থান অধিকার করেছে বিষ্ণুপুর মহকুমার কোতুলপুর আনন্দ পল্লী জনকল্যাণ সমিতিরবপূজো, দ্বিতীয় হয়েছে শুশুনিয়া সার্বজনীন এবং তৃতীয় স্থান অধিকার করেছে বিষ্ণুপুরের ময়রা পুকুর সার্বজনীন দুর্গোৎসব কমিটি।

প্রসঙ্গত,এবছর বাঁকুড়া জেলায় ‘বিশ্ব বাংলা শারদ সম্মান’ প্রতিযোগিতায় মোট ৪৬টি পুজো কমিটি অংশগ্রহণ করেছিল। তাদের মধ্যে বাছাই করে সেরার শিরোপা ঘোষনা করা হল এদিন।

এবার পুরস্কারের অার্থিক মুল্য নিম্ন রূপ :-

‘সেরা পুজো’ -বিভাগে পুরস্কার মূল্য ৫০ হাজার টাকা, সেরা মণ্ডপ -বিভাগে ৩০ হাজার টাকা ও সেরা প্রতিমা বিভাগে - ২০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।

গ্রীণ পুজোর শিরোপায় প্রথম স্থানাধিকারী ৩০ হাজার টাকা, দ্বিতীয় স্থানাধিকারী ২০ হাজার টাকা ও তৃতীয় স্থানাধিকারীকে ১০ হাজার টাকা পুরস্কার মূল্য হিসেবে প্রদান করা হবে।

বাঁকুড়া জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক অরুণাভ মিত্র জানিয়েছেন, আগামী ৩০ নভেম্বর বাঁকুড়া রবীন্দ্র ভবনে ‘একতাই সম্প্রীতি’ শীর্ষক অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে এই বিজয়ী পুজো কমিটিগুলির হাতে আনুষ্ঠানিক ভাবে পুরস্কার তুলে দেবে জেলা প্রশাসন।

Next Story