অ্যান্টিবায়োটিকের অপ ব্যবহার ঠেকাতে, এবার শহরে পথ- প্রচারে নামল বিসিডিএ।
BY Bankura 24x711 Sept 2018 10:57 PM IST
X
Bankura 24x711 Sept 2018 10:57 PM IST
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : মুড়ি মুড়কির মতো অ্যান্টিবায়োটিক খেলে কী ভয়ানক বিপদ হতে পারে? তা এখনও অনেকের অজানা।
তাই,চিকিৎসার নামে অ্যান্টিবায়োটিকের অপ ব্যবহার রুখতে এবার পথে নামল জেলার ওষুধ ব্যবসায়ীদের সংগঠন বিসিডিএ।
আজ রবীন্দ্র ভবনে বিসিডিএর পথ- প্রচারের এই ট্যাবলোটির আনুষ্ঠানিক সুচানা করলেন বাঁকুড়া পৌরসভার পৌর প্রধান মহাপ্রসাদ সেনগুপ্ত।
আজ থেকে শহরের নানা প্রান্তে, এই গাড়ী অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার রোধে, জনগন কে সচেতনতার বার্তা প্রচার করবে।
এই কর্মসূচীর পাশাপাশি,রবীন্দ্র ভবন মঞ্চে একটি সেমিনারেরও আয়োজন করে সংগঠনটি।[playlist type="video" ids="852"]
Next Story