খেলা

৩২টি দলের ২২৪টি ম্যাচ নিয়ে, জমজমাট বেবী ফুটবল লীগ, চলবে টানা দু'মাস ধরে।

৩২টি দলের ২২৪টি ম্যাচ নিয়ে, জমজমাট বেবী ফুটবল লীগ, চলবে টানা দুমাস ধরে।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : ক্ষুদেদের ৩২ টি দল, টানা দুই মাস ধরে খেলবে ২২৪টি ফুটবল ম্যাচ!

বা্কুড়া শহরে বসেছে ক্ষুদে ফুটবলারদের প্রতিযোগিতার আসর। যার পোষাকী নাম "বেবী ফুটবল লীগ"।

বাঁকুড়া স্টেডিয়ামে শুক্রবার থেকে শুরু হয়েছে এই লীগ।

ফিফার নির্দেশে আই,এফ,এ সারা দেশ জুড়ে প্রতিভাবান ক্ষুদে ফুটবলারদের বাছতে এই লীগ চালু করেছে।

বাঁকুড়া জেলা ক্রীড়া সংস্থা সেইমতো জেলাতেও এই লীগ শুরু করেছে। ৫ থেকে ১৩ বছরের মধ্যে যাদের বয়স তারাই এই লীগে অংশ নিচ্ছে। ইতি মধ্যেই জমে উঠেছে বেবী লীগ। বাঁকুড়া স্টেডিয়ামের বড় মাঠের আয়তন ক্ষুদেদের উপযোগী করে তুলতে চার ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। এক একটি ভাগে চলছে একটি করে খেলা।

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তারা শঙ্কর বন্দ্যোপাধ্যায় জানান, এই লীগের চারটি গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্সআপ কে পুরস্কৃত করার পাশাপাশি, অংশগ্রহণকারী সব ক্ষুদে ফুটবলারদের উৎসাহ দিতে, তাদেরকেও মেডেল দেওয়া হবে।

#দেখুন ভিডিও।[embed]

Next Story