বাংলার ছেলে,মেয়েদের জন্য ২১ লাখে বিদেশে ডাক্তারী পড়ার সুযোগ! বিস্তারিত জানতে, দেখুন এই প্রতিবেদন।
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : এবার মাত্র ২১ লাখ টাকায় রাজ্যের ছেলে,মেয়েদের ডাক্তারী (এমবিবিএস) পড়ার সুযোগ দিচ্ছে উজবেকিস্তানের বুখারা স্টেট মেডিকেল ইনস্টিটিউট। এই খরচের মধ্যেই পড়ুয়াদের থাকা,খাওয়ার খরচও ধরা আছে। ফলে এক্ষেত্রে আর বাড়তি টাকা খরচ করতে হবে না। বিজ্ঞান বিভাগে কম পক্ষে ৫০% নাম্বার নিয়ে পাশ করলেই এখানে সরাসরি ভর্তি হওয়া যাবে। এই মেডিকেল কলেজের ভারতের এডমিশন হেড পিয়ুষ সাইনি জানান, তুলনামুলক নাম মাত্র খরচে আমরা আন্তর্জাতিক মানের এই কলেজে এদেশের ছাত্র,ছাত্রীদের ডাক্তারী পড়ার সুযোগ করে দিচ্ছি। একেবারে এদেশের এমনকি বাঙালী ঘরানার খাওয়া দাওয়ার ব্যবস্থাও থাকছে এখানে। ইতি মধ্যেই এই মেডিকেল কলেজ ৯০০০ ডাক্তার তৈরি করেছে। তারা সাফল্যের সাথে কাজ করছেন। এই মেডিকেল কলেজের ডাক্তারী ডিগ্রি ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন স্বীকৃত বলেও জানান পিয়ুষ বাবু। এই মেডিকেল কলেজে ভর্তি হতে চাইলে পিয়ুষ সাইনির সাথে 7045535113 নাম্বারে যোগাযোগ করে এডমিশন সেমিনারে প্রয়োজনীয় তথ্য এবং ভর্তির পদ্ধতি জেনে নিতে পারবেন।
#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]