শারদোৎসব

জয়রামবাটির মায়ের বাড়ী থেকে শহর বাঁকুড়ার ব্যাপারী হাট,কুমারী পুজোর মধ্য দিয়ে মাতৃ আরাধনা।

১৯২৫ সালে জয়রামবাটি মাতৃ মন্দিরে ঘটে ও পটে পুজো শুরু হয়। পুজোর সুচনা বর্ষের সাত বছর পর এখানে দেবী দুর্গার প্রতিমা গড়ে শুরু হয় আরাধনা।প্রথা অনুযায়ী বেলুড় মঠের রীতি মেনে এখানেও অনুষ্ঠিত হয় কুমারী পুজো।

জয়রামবাটির মায়ের বাড়ী থেকে শহর বাঁকুড়ার ব্যাপারী হাট,কুমারী পুজোর মধ্য দিয়ে মাতৃ আরাধনা।
X

বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : মায়ের বাড়ী জয়রামবাটিতে কুমারী পুজোর চল প্রথম থেকেই।১৯২৫ সালে জয়রামবাটি মাতৃ মন্দিরে ঘটে ও পটে পুজো শুরু হয়। পুজোর সুচনা বর্ষের সাত বছর পর এখানে দেবী দুর্গার প্রতিমা গড়ে শুরু হয় আরাধনা।প্রথা অনুযায়ী বেলুড় মঠের রীতি মেনে এখানেও অনুষ্ঠিত হয় কুমারী পুজোর। এবার কুমারী রূপে পুজো করা হয় ৫ বছর ৩ মাসের আরাধ্যা রায়কে।আরাধ্যা কে কোলে চড়িয়ে মন্ডপে নিয়ে আসেন মহারাজরা। এরপর কুমারী পুজো শুরু হয়। শ্রী,শ্রী মা সারদার জন্মভিটেতে এই কুমারী পুজো দেখতে ভীড় ছিল উপচে পড়া।অন্যদিকে,বাঁকুড়া শহরের ব্যাপারীহাট সর্বজনীনের পুজোতেও ছিল কুমারী পুজোর আয়োজন। বেশ কয়েক বছর ধরে এই পুজো মন্ডপে কুমারী পুজো শুরু হয়। সেই থেকে আজও যথারীত পরম্পরা বজায় আছে।

বাঁকুড়া পুরসভার কাউন্সিলর দিলীপ আগরওয়াল জানান,প্রথা মেনে ব্যাপারী হাট সর্বজনীন ৫১ তম বর্ষেও কুমারী পুজোর আয়োজন করেছে।

👁️‍দেখুন 🎦 ভিডিও। 👇


Next Story