ব্রেকিং নিউজ

শিল্পী স্মরণ : ডোকরা শিল্পী নিতাই কর্মকারের মৃত্যুর আগের শেষ সাক্ষাৎকার।

শিল্পী স্মরণ : ডোকরা শিল্পী নিতাই কর্মকারের মৃত্যুর আগের শেষ সাক্ষাৎকার।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন (দেবব্রত মন্ডল, পাত্রসায়র) : লাল মাটির বাঁকুড়ার টেরাকোটা আর ডোকরা শিল্পের খ্যাতি জগৎজোড়া। বাঁকড়ার লোক শিল্পের প্রবহমান ধারায় ডোকরার আঙ্গিকের বিবর্তন ঘটেছে এক,এক শিল্পীর হাত ধরে। জেলার বিকনার ডোকরা শিল্প গ্রামের পাশাপাশি পাত্রসায়রের ডোকরা শিল্পী নিতাই কর্মকার জেলার ডোকরা শিল্পে আধুনিকতার ছোঁয়া এনে নজর কাড়েন। ডোকরার ছাঁচ এবং তা পোড়ানোর নুতন পদ্ধতি উদ্ভাবনের জন্য এই শিল্পী ২০১২ সালে খাদি এণ্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশনের দেওয়া জাতীয় পুরস্কার পান। পারিবারিক কাঁসা,পিতলের বাসন তৈরীর প্রথা ভেঙ্গে কেবল মনের খেয়ালে ডোকরা শিল্প কর্ম বানানো শুরু করেন নিতাই বাবু। অল্প দিনের মধ্যেই তার শিল্প শৈলী সবার নজর কাড়ে দেশে,বিদেশে বিক্রি হতে থাকে তার তৈরি শিল্প কর্ম। কিন্তু জীবন সায়াহ্ণে এসে তিনি মারণ রোগ ক্যান্সারে আক্রান্ত হন। অসুস্থ শরীরেও শিল্প সৃষ্টির কাজ তিনি চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু শরীর সায় দিচ্ছিল না। তবুও হাল ছাড়তে চাননি তিনি। আমাদের প্রতিনুধিকে তিনি সাক্ষাৎকারে বলেন লকডাউন পেরলেই তিনি পুরোদনে কাজে নামবেন।আর ততদিন শরীরও সুস্থ হয়ে যাবে। কিন্তু শিল্পীর ইচ্ছে আর পূরণ হলনা। অসুস্থ হয়ে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে বৃহস্পতিবার তিনি চিকিৎসাধীন আবস্থায় মারা,যান। সাথে,সাথে একটা অধ্যায়ের সমাপ্তি ঘটে। আমরা শিল্পীর মৃত্যুর কিছুদিন আগে তাঁর সাক্ষাৎকার রেকর্ড করি। সেই শেষ সাক্ষাৎকার প্রচারের মধ্য দিয়ে বাঁকুড়া২৪X৭এই শিল্পীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছে।

ডোকরা শিল্পী নিতাই কর্মকার আজ আর নেই। থেমে গেছে তার সৃজন। কিন্তু তার সৃষ্টি থেকে যাবে চিরকাল। তিনি চিরতরে চলে গেলেও বেঁচে থাকবেন শিল্প কর্মের মধ্যদিয়েই।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed] href="https://www.bankura24x7.com/fever-word-exclusive-update/img-20200427-wa0013/" rel="attachment wp-att-9015">

Next Story