ব্রেকিং নিউজ

জেলা প্রশাসনের উদ্যোগে শুরু হল চারদিনের বিকলাঙ্গদের বিনামূল্যে কৃত্রিম অঙ্গ প্রদান শিবির।

জেলা প্রশাসনের উদ্যোগে শুরু হল চারদিনের বিকলাঙ্গদের বিনামূল্যে কৃত্রিম অঙ্গ প্রদান শিবির।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : জেলার ২২টি ব্লকের বিকলাঙ্গ মানুষজনকে কৃত্রিম হাত ও পা বিনামূল্যে বিতরনের জন্য চারদিনের এক শিবিরের আয়োজন করেছে জেলা প্রশাসন। শহরের রামকিঙ্কর যুব আবাসে এই শিবিরের আজ আনুষ্ঠানিক সূচনা হল।

কলকাতার মহাবীর সেবা সদন,আর,কে,বি,কে লিমিটেড এবং বাঁকুড়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির সহযোগিতায় জেলা প্রশাসন এই শিবিরের মাধ্যমে মোট ১০৬ জনকে কৃত্রিম হাত ও পা তুলে দেবে।

আজ সূচনা পর্বে ৭জনকে কৃত্রিম অঙ্গ বিনামূল্য বিতরন করা হল।বাকীদের আগামী তিন দিন ধরে এই শিবির থেকে বিতরন করা হবে বলে জানান জেলা শাসক ডাঃউমাশঙ্কর এস। তিনি বলেন মানবিক প্রকল্পের আওতায় বাঁকুড়া জেলায় ভালো সংখ্যক প্রতিবন্ধী সহায়তা পেয়েছেন।

এছাড়াও এই অনুষ্ঠান মঞ্চ থেকে কদম বাউরী নামে এক নাবালিকাকে তার নিজের বাল্য বিবাহ আটকানোয়, তাকে প্রশাসনের পক্ষ থেকে বীরাঙ্গনা পুরস্কার প্রদান করা হয়।

আজকের এই অনুষ্ঠানে সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্মু, বিধায়ক শম্পা দরিপা,পুর প্রধান মহাপ্রসাদ সেনগুপ্ত প্রমুখ উপস্থিত ছিলেন।

#দেখুন ভিডিও।[embed]

Next Story