নন্দ প্রসাদ মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কলকাতার নেতাজী ব্রিগেড। ৫-০ গোলে তারা হারাল কলকাতা পুলিশ ক্লাবকে।

Update: 2019-12-22 14:10 GMT

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : নন্দ প্রসাদ বন্দ্যোপাধ্যায় মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হল কলকাতা নেতাজী ব্রিগেড। ফাইনাল খেলায়, কলকাতা নেতাজী ব্রিগেড ৫-০ গোলে, কলকাতা পুলিশ ক্লাব কে পরাজিত করে। নেতাজী ব্রিগেডের ৫'টি গোলের মধ্যে ৩টি গোল করে সুরজিৎ হাঁসদা হ্যট্রিকের রেকর্ড গড়েন এই ফুটবল প্রতিযোগিতায়। আরও ১ টি করে গোল করেন অপুর্ব নস্করও করমচাঁদ মুর্মু। এদিনের ফাইনাল খেলায় আগাগোড়া আধিপত্য বজায় রেখে শেষে বিশাল ব্যবধানে জয়ী হয় নেতাজী ব্রিগেড। তাদের আক্রমণে এদিন কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারেনি কলকাতা পুলিশ দল।

জেলার ঐতিহ্যবাহী এই টুর্নামেন্টের আজকের ফাইনাল খেলা দেখতে বাঁকুড়া স্টেডিয়ামে ভীড় জমান ফুটবল প্রেমীরা।

চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন প্রাক্তন ভারতীয় দলের অধিনায়ক তনুময় বসু এবং রানার্স আপ ট্রফি তুলে দেন বাঁকুড়ার বিধায়ক শম্পা দরিপা। এছাড়াও আজকের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়া পুরসভার পুর প্রধান মহাপ্রসাদ সেনগুপ্ত, উপ পুরপ্রধান দিলীপ আগরওয়াল, জিলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ শিবাজী বন্দ্যোপাধ্যায় প্রমুখ। ডিএসএ' র সাধারণ সম্পাদক পার্থ সারথি দে ও টুর্ণামেন্টের সেক্রেটারি শুভেন্দু বন্দ্যোপাধ্যায় বলেন সপ্তাহব্যাপী এই টুর্ণামেন্টে কলকাতা ও অন্য জেলা থেকে ৬ টি টিম ও বাঁকুড়া জেলার ২ টি টিম অংশ গ্রহন করেন। বাঁকুড়া জেলার সিএবি প্রতিনিধি সুব্রত দরিপা বলেন, বাঁকুড়ার এই ঐতিহ্যবাহী ফুটবল প্রতিযোগিতাকে ঘিরে জেলার মানুষ যে ভাবে সাড়া দিয়েছেন তার জন্য আমরা অভিভূত। এবং একটি ভাল মানের টুর্ণামেন্ট জেলার ফুটবল প্রেমীদের উপহার দিতে পেরে আমরা খুশী।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]Full View href="https://www.bankura24x7.com/today-the-people-of-the-muslim-community-of-the-district-celebrated-the-bishwa-nabi-dibas/img-20191104-wa0003-2/" rel="attachment wp-att-7068">

Similar News