জঙ্গলমহলের রাইপুরে চ্যাম্পিয়ন ট্রফির ক্রিকেট প্রতিযোগিতায় বিজয়ী হল রাইপুর যুব কল্যাণ সংঘ।
বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : জঙ্গলমহলের রাইপুরে চ্যাম্পিয়ন ট্রফির ক্রিকেট খেলাকে কেন্দ্র করে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। পাঁচ দিন ধরে চলা এই সীমিত ওভারের ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়ে গেল রবিবার। এই খেলায় বাঁকুড়া আর পি কে ইলেভেন ষ্টার ও রাইপুর যুব কল্যাণ সংঘ অংশ নেয়।এবং রাইপুর প্রথমে ব্যাট করে নির্ধারিত ১০ ওভারে চার উইকেটে ১৩০ রান করে।জবাবে বাঁকুড়া র দলটি ছয় উইকেটের বিনিময়ে ১০ ওভারে ৭২ রানের বেশী তুলতে পারেনি। ফলে ৫৮ রানের ব্যবধানে বিজয়ী হয় রাইপুর যুব সংঘ।
ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন রাইপুরের মন্টু মাকুর এবং ম্যান অফ দ্যা সিরিজের শিরোপা পান বাঁকুড়ার পিন্টু ঘোষ।