ইন্দপুরে থানা একাদশ বনাম বিডিও একাদশের প্রীতি ক্রিকেট ম্যাচে জয়ী হল ইন্দপুর থানা একাদশ।
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : ইঁন্দপুর সুশান্ত স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট কমিটির উদ্যোগে আজ ইঁন্দপুর থানা একাদশ বনাম ইঁন্দপুর বিডিও একাদশের প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়ে গেল।
সীমিত ৫ ওভারের এই প্রীতি ম্যাচে প্রথম ব্যাট করতে নেমে বিডিও একাদশ ৫ ওভারে ৪ উইকেট হারিয়ে মোট ৬৪ রান করে।
জবাবে থানা একাদশ ১ বল বাকী থাকতেই ৭ উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় ৬৫ রান তুলে ম্যাচে বিজয়ীর শিরোপা ছিনিয়ে নেয়।
শীতের মিঠে রোদ্দুর গায়ে মেখে এই প্রীতি ম্যাচ দেখতে মাঠে ভীড় জমান স্থানীয় ক্রীড়া প্রেমীরা।
#দেখুন ভিডিও।[embed]