বোস্টেল মাঠে অনুষ্ঠিত হল পাঠকপাড়া-শাখাঁরীপাড়া অঞ্চলের প্রাথমিক স্কুল ক্রীড়া প্রতিযোগিতা।
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : শহরের ২৩টি প্রথমিক স্কুলের ক্ষুদে পড়ুয়াদের নিয়ে আজ শহরের গোপীনাথপুর বোস্টেল মাঠে অনুষ্ঠিত হয়ে গেল সদর পূর্ব চক্রের পাঠকপাড়া-শাঁখারী পাড়া অঞ্চলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। কঁচিকাঁচাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিযোগিতার সূচনা হয়। প্রতিযোগীদের শপথ গ্রহণের পর সদর পূর্ব চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সজল মাহাত ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা করেন। এছাড়াও প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বাঁকুড়া পুরসভার কাউন্সিলর দেবাশীষ লাহা,রেখা দাস রজক প্রমুখ উপস্থিত ছিলেন। এই প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারীরা আগামী ২৮ শে নভেম্বর সার্কেল পর্যায়ের প্রতিযোগিতায় আংশ নেবে। তার পর ধাপে,ধাপে সফল হলে ছাড়পত্র মিলবে রাজ্য স্তরের প্রাথমিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের।
#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]