#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : গণেশ চন্দ্র কোনার ও বুলরানী ভুঁই স্মৃতি কাপ ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল স্কুলডাঙ্গা স্বাধীন একাদশ। ফাইনালে মনসা একাদশ(বিকনা) প্রথমে ব্যাট করে ৮ ওভারে ৯টি উইকেট হারিয়ে ৯৬ রান করে।জবাবে স্কুলডাঙ্গা স্বাধীন একাদশ ৭.৫ওভারে ৪ উইকেটে হারিয়ে জয়ের প্রয়োজনীয় ৯৭ রান তুলে চ্যাম্পিয়ন হয়। প্রতিযোগিতায় ও ফাইনালে সেরা খেলোয়াড় নির্বাচিত হন স্বাধীন একাদশের শেখ নবাব। ভতড়া স্পোর্টিং ক্লাবের পপরিচালনায় এই টুর্নামেন্টে মোট ষোলোটি দল অংশ নেয়।