তালডাংরায় পাইকা শিবাজী সংঘের পরিচালনায় আয়োজিত একদিনের ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রতনপুর সরস্বতী ক্লাব।
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : তালডাংরার পাইকা শিবাজী সংঘের পরিচালনায় আয়োজিত একদিনের ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল রতনপুর সরস্বতী ক্লাব।
এদিন, রতনপুর সরস্বতী ক্লাবের সাথে সমানে টক্কর দেয় বাঁকুড়ার কেশরা ফুটবল কোচিং সেন্টার একাদশ।
শেষ অবধি, খেলা গড়ায় ট্রাইবেকারে। সেখানেও ছিল টানটান উত্তেজনা।
ট্রাইবেকারে ৫-৪ গোলের ব্যবধানে কেশরা কোচিং সেন্টারকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় ওন্দার রতনপুর সরস্বতী ক্লাব।
এদিন, প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওন্দার বিধায়ক অরূপ খান।
ফাইনাল খেলা দেখতে শিবাজী সংঘের মাঠে ভালো সংখ্যক ফুটবল প্রেমী ভীড় জমান।