নির্বাচনের উত্তাপের মাঝেই রবিঠাকুরের গানে, কথায়, ও সংলাপে মাতল বাঁকুড়া।
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : তীব্র দাবদাহে পুড়ছে বাঁকুড়া। অন্যদিকে পাল্লা দিয়ে বেড়ে চলেছিল নির্বাচনী উত্তাপ। সাঁড়াশি আক্রমণে নাজেহাল শহরবাসী!এরই মাঝে, সমস্ত উত্তাপ দাবদাহকে দূরে সরিয়ে বিশ্বকবির আরাধনায় ক্ষণিকের শান্তি এনে দিল বাঁকুড়া জেলায় রবীন্দ্র ভাবনা ,চেতনা ও রবীন্দ্র আদর্শে পথচলা সাংস্কৃতিক সংস্থা ‘আলেখ্য বাঁকুড়া’ টেগোর কালচারাল আকাদেমি। সম্প্রতি বাঁকুড়া শহরের স্কুলডাঙ্গায় গান্ধী বিচার পরিষদের গান্ধীভবনে কবিপ্রণাম নব রবি কিরণে শীর্ষক এই অনুষ্ঠানে বিশ্বকবির প্রতিকৃতিতে মালা পরিয়ে ও প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন প্রখ্যাত বাচিক শিল্পী শর্মিষ্ঠা দত্ত রায়।
অনুষ্ঠানে গান-আবৃত্তি-আড্ডা-সংলাপ সবই ছিল নজর কাড়া। অনুষ্ঠানটিতে আট থেকে আশি সকলেই নিজের মত করে কবিগুরুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। প্রখ্যাত বাচিক শিল্পী শর্মিষ্ঠা দত্তরায়ের গ্রন্থনায় ও নিবেদনে গান কবিতার কোলাজ ‘যে আছে মাটির কাছাকাছি’ ও রবীন্দ্র কবিতা বাউল অবলম্বনে কথা নাটক ‘বাউল’ শ্রোতা দর্শকদের ভূয়সী প্রশংসা পায়।