রাতভর কার্তিক বিসর্জনের কার্নিভালে মাতল সোনামুখী।

Update: 2019-11-22 04:59 GMT

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন (মধুসূদন গরাই,সোনামুখী) : রাতভর কার্তিক বিসর্জনের কার্নিভালে মাতলেন সোনামুখীর মানুষ। সন্ধ্যে গড়াতেই পুর শহরo সোনামুখীর রাস্তায় শুরু হয়ে যায় কার্তিক বিসর্জনের শোভা যাত্রা। প্রায় ৭০টিরও বেশী কার্তিক সোনামুখীর দশের পুকুরে বিসর্জন দিতে,দিতে সকাল গড়িয়ে যায়। শোভাযাত্রাকে কেন্দ্র করে মানুষের উন্মাদনা অন্য মাত্রা এনে দেয় এই উৎসবে। পাশাপাশি, থাকে সারা রাত জুড়ে আতসবাজীর প্রদর্শনী। আর এই প্রদর্শনী দেখতে ভীড় জমান হাজার,হাজার মানুষ।

#দেখুন 🎦 ভিডিও। [embed]Full View href="https://www.bankura24x7.com/today-the-people-of-the-muslim-community-of-the-district-celebrated-the-bishwa-nabi-dibas/img-20191104-wa0003-2/" rel="attachment wp-att-7068">

Similar News