বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : দিন,দিন ভার্চুয়াল গেমের প্রতি আসক্তি বাড়ছে যুব ও নব প্রজন্মের। তবে যুবদের মধ্যে ভলিবল খেলার চল টিকিয়ে রাখার লড়াই চালিয়ে যাচ্ছে জেলার ওন্দা থানার রতনপুর এলাকার গোলকুন্ডার পেত্যাকানা সুকান্ত মেমোরিয়াল ক্লাব।তারা হাল ছাড়েন নি। যুবদের মধ্যে ভলিবল খেলার চল বাড়াতে টানা ৯ বছর ধরে এই ভলিবল টুর্নামেন্টের আয়োজন করে আসছেন। এবছর বাঁকুড়া ও বাঁকুড়া লাগোয়া পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম,পুরুলিয়া জেলার মিলিয়ে মোট ৮ টি দল এই টুর্নামেন্টে অংশ নেয়। রবিবার এই টুর্নামেন্ট দেখতে ভলিবল প্রেমীদের ভীড়ও ছিল নজর কাড়া। ফাইনাল খেলায় বাঁকুড়া এমসিসি ক্লাব ২৫-৮ ও ২৫-১৪ সেটে হেলনা শুশুনিয়া নবীন সংঘকে হারিয়ে চ্যম্পিয়ান হয়।
এবং ফাইনাল খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন বাঁকুড়া এমসিসি দলের রোহিত যাদব। এবং এই দলেরই আর এক খেলোয়াড় সোমনাথ লোহার ম্যান অফ দ্যা সিরিজের শিরোপা পান। আয়োজক ক্লাবের সম্পাদক সৌরভ সেন জানান,কোভিড আবহে এবার খেলা খানিক পিছিয়ে দেওয়া হয়েছে। প্রতিবার ২৬ শে ডিসেম্বর এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এবার বাধ্য হয়ে তা মার্চে আয়োজন করা হয়ভ। তবুও মানুষের সাড়া ভালো মিলেছে। অন্যদিকে,বিজয়ী দলের অধিনায়ক শুভম কর্মকার বলেন দলের সবার প্রচেষ্টাতেই তারা বিপক্ষকে হারাতে পেরেছেন।
👁️দেখুন 🎦ভিডিও। 👇