কল্পতরু শিল্পী সংসদের বিজয়া সম্মিলনীর মঞ্চ মাতালেন কোয়েনা কামিল্লা।

Update: 2021-10-30 17:51 GMT

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : শহরের রবীন্দ্রভবনে আজ কল্পতরু শিল্পী সংসদের বিজয়া সম্মিলনীর মঞ্চ মাতালেন বাঁকুড়ার জঙ্গলমহলের রাইপুরের কিশোরী সঙ্গীত শিল্পী কোয়েনা কামিল্লা। জঙ্গলমহলের এই কিশোরী সঙ্গীত শিল্পী এখন নেট দুনিয়ায় খুবই জনপ্রিয়। তার প্রতিভার জন্য এখন জঙ্গলমহলের ভাইরাল গার্ল নামে পরিচিত এই সুরেলা কণ্ঠী কোয়েনা। এদিন রবীন্দ্র ভবনে তার গান সবার প্রশংসা কুড়োয়।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য তথ্য ও সংস্কৃতি দপ্তরের যুগ্ম অধিকর্তা গৌতম গঙ্গোপাধ্যায়,বাঁকুড়া জেলা তথ্য ও সংস্কৃতি অধিকারিক আরুনাভ মিত্র,বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারপার্সন বসুমিত্রা সিংহ সমাজসেবী বিপ্রদাস মিদ্যা , কল্যাণ কিস্কু,কল্পতরু শিল্পী সংসদের চেয়ারম্যান আনন্দময় রায়,বিশেষ উপদেষ্টা জয়দীপ চক্রবর্তী প্রমুখ।

কল্পতরু শিল্পী সংসদের উদ্দেশ্য শিল্পীরা যাতে সকলে এক ছাতার তলায় এসে তাদের শিল্প চর্চা করতে পারেন তার একটা প্ল্যাটফর্ম তৈরি করা। এদিন বাঁকুড়া জেলার পাশাপাশি অন্যান্য জেলা মিলিয়ে প্রায় পাঁচশো শিল্পী এদিনের বিজয়া সম্মিলনীতে অংশ নেন। এবং শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে দর্শকদের প্রশংসাও কুড়োন।

👁️দেখুন 🎦ভিডিও। 👇

Full View


Tags:    

Similar News