রঙের উৎসবে শহরের রাজপথে সাত সকালে রঙ মিছিল, নেচে নজর কাড়লেন বিধায়িকা শম্পা দরিপা।
বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : জোটের মিছিল নয়! আজ শহরের রাজপথ ভরল রঙ মিছিলে। সারা দেশের সাথে শহর বাঁকুড়াও মাতল রঙের উৎসবে। সাত সকালে নাচে,গানে,রঙের ঝরণায় ভরে গেল শহরের রাজ পথ।দোল উৎসবে প্রভাত ফেরী পরিক্রমা করল সারা শহর। রাজ পথে নেচে নজর কাড়লেন বাঁকুড়ার বিধায়িকা শম্পা দরিপা। শম্পা দেবীর সাথে যোগ্য সঙ্গত দিয়ে প্রশংসা কুড়োলেন শহরের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ত্ব প্রণতি সেনগুপ্ত। কচিকাঁচা থেকে সমাজের বিশিষ্ট জনের অংশগ্রহণে জমে উঠল রঙের পদযাত্রা। ক্ষুদেদের গলায় পলাশের মালা আর বাসন্তী শাড়ীর অপরূপা সাজের পাশাপাশি, তাদের মন খোলা রাঙা হাসি মন ভরিয়ে দিল সবার।
#দেখুন 🎦ভিডিও।[embed]