ইন্দাসে বিজেপি পার্টি অফিসে আগুন, এলাকায় রাজনৈতিক উত্তেজনা,দেখুন ভিডিও প্রতিবেদন।

Update: 2020-07-10 14:16 GMT

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বাঁকুড়ার ইন্দাস ব্লকের মঙ্গলপুর অঞ্চলের বেতাল গ্রামে বিজেপির পার্টি অফিসে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ছড়াল এলাকায়। অভিযোগের তীর রাজ্যের শাসক দল তৃণমূলের দিকে। যদিও,তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ উড়িয়ে দিয়ে, এই ঘটনা বিজেপির গোষ্ঠী দ্বন্ধের ফল বলে পাল্টা দাবী করা হয়েছে। বাঁকুড়ার এই ব্লকে বিধানসভা ভোটের আগে রাজনৈতিক উত্তেজনা ছড়াচ্ছে দুই দলের লড়াইয়ে এমনটাই মনে করছে জেলার রাজনৈতিক মহল।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]Full View href="https://www.bankura24x7.com/fever-word-exclusive-update/img-20200427-wa0013/" rel="attachment wp-att-9015">

Similar News