#BREAKING NEWS: বাঁকুড়ায় ইনডোর স্টেডিয়াম গড়ার উদ্যোগ নিল জেলা প্রশাসন।

Update: 2019-10-19 20:08 GMT

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বাঁকুড়া শহরে ইনডোর স্টেডিয়াম তৈরীর পরিকল্পনা জেলা প্রশাসন নিলেও সদর শহরে উপযুক্ত জমির সংস্থান না হওয়ায় সেই কাজ এতদিন ধরে থমকে ছিল। অবশেষে, উপযুক্ত জমি চিহ্ণিত হওয়ায় এবার এই ইনডোর স্টেডিয়াম তৈরীর উদ্যোগ নিল জেলা প্রশাসন। ঠিক হয়েছে বাঁকুড়া শহরের নুতনচটি সংলগ্ন কৃষক বাজারের বিপরীতে কৃষি দপ্তরের যে জমি রয়েছে সেখানেই গড়ে উঠবে পাঁচ হাজার আসনের এই ইনডোর স্টেডিয়ামটি। ইতিমধ্যেই কৃষি দপ্তরের কাছে জমি চেয়ে চিঠিও দিয়েছে জেলা প্রশাসন। এবং কৃষি দপ্তর জমি হস্তান্তর করলে তার বিনিময়ে জেলা প্রশাসন কৃষি দপ্তরকে জমি দিয়ে পুষিয়ে দেবে বলেও জানিয়ে দিয়েছে। সেক্ষেত্রে, কিছু বেশী পরিমান জমিও পেয়ে যাবে কৃষি দপ্তর। শুশুনিয়ায় কৃষি দপ্তরের যে বীজ খামার রয়েছে, তার পাশেই সরকারী ভেস্টেড জমি প্রচুর পরিমানে আছে। সেই জমিই কৃষি দপ্তরের হাতে তুলে দেওয়া হবে।

পাশের জেলা পুরুলিয়াতে অনেক আগেই ইনডোর স্টেডিয়াম গড়ে উঠেছে। সেই আদলে বাঁকুড়ার স্টেডিয়ামটিও গড়ে তোলা হবে। এর জন্য প্রায় ১২ থেকে ১৫ কোটি টাকা খরচ হবে বলে মনে করা হচ্ছে।

কৃষি দপ্তর জমি হস্তান্তর করলেই প্রকল্পের টাকার জন্য যুব দপ্তর,পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্যদ, বা অন্যান্য দপ্তরে আবেদনও জানানোর কাজ শুরু করবে জেলা প্রশাসন। জানা গেছে,এই ইনডোর স্টেডিয়ামে ভলিবল,বাস্কেটবল, ব্যাটমিন্টন, জিমনাস্টিক,সহ অন্যান্য ইনডোর খেলার আন্তর্জাতিক মানের পরিকাঠামো থাকবে। গ্যালারিতে এক সাথে ৫ হাজার মানুষ বসে খেলা দেখতে পারবেন। গ্যালারির তলায় খেলোয়াড়দের থাকার জন্য ঘরও বানানো হবে। পাশাপাশি, বিভিন্ন জেলা,রাজ্য ও জাতীয় স্তরের ক্রীড়া প্রতিযোগিতা অয়োজনেরও পরিকাঠামো থাকবে।

জেলা শাসক উমা শঙ্কর এস বাঁকুড়া২৪X৭কে জানিয়েছেন, জমি হস্তান্তরের কাজ হয়ে গেলেই প্রকল্পের অর্থ বরাদ্দের জন্য তদ্বির করা হবে। রাজ্য সরকারের কাছে এই প্রকল্পের জন্য অনুমোদনও মিলবে বলে আশাবাদী তিনি।

সব ঠিকঠাক চললে আগামী দু বছরের মধ্যেই বাঁকুড়াবাসী এই ইনডোর স্টেডিয়াম উপহার পেয়ে যাবেন বলেও জানান জেলাশাসক।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]Full View href="https://www.bankura24x7.com/chatra-raban-kata-spl-story/img-20191011-wa0005/" rel="attachment wp-att-6787">

Similar News