বাঁকুড়ার যুবদের লকডাউনে হোম স্টেতে ফুটবল চর্চার ফিট থাকার টিপস প্রক্তন বিএসএফ ফুটবলার অশোক ব্রহ্মের
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বাঁকুড়া২৪X৭ এর নিয়মিত দর্শক প্রাক্তন ফুটবলার অশোক ব্রহ্ম। লালমাটির বাঁকুড়াকে মনে প্রাণে ভালোবাসেন তিনি। তাই লকডাউনে হোমস্টের মধ্যেই যুবদের ফিট থাকতে ফুটবল চর্চাকেই বেছে নিতে বলেছেন তিনি। যারা ফুটবল নিয়মিত খেকেন তারা তো ফুটবল ড্রীল বাড়ীর মধ্যেই সারবেন। আরা যে সব যুবরা রাস্তায়,রাস্তায় ঘুরে বেড়াচ্ছে! তারাও একটা ফুটবল নিয়ে এই সময় ঘাম ঝরালে উপকার পাবেন। বাঁকুড়ার যুবদের জন্য ফিট থাকার এই মহা মন্ত্র দিলেন এই বিশিষ্ট প্রাক্তন ফুটবলার অশোক ব্রহ্ম।
#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]