বাঁকুড়ার ইন্দপুরে বাজাজ মোটর বাইকের শোরুমে সেলস এক্সিকিউটিভ পদে নিয়োগ।

Update: 2025-04-07 10:03 GMT

কর্মখালি : : বাঁকুড়া জেলার ইন্দপুরে বাজাজ মোটর বাইকের শোরুম সান অটোমোবাইলস সেলস এক্সিকিউটিভ পদের জন্য উপযুক্ত যুবক নিয়োগ করবে। প্রার্থীর টু হুইলারের ড্রাইভিং লাইসেন্স থাকা ব্যাধ্যতামুলক। এছাড়া মোটর বাইক  সেলসের কাজে অভিজ্ঞতা এবং স্থানীয় বাসিন্দা হলে অগ্রাধিকার দেওয়া হবে। আগ্রহীরা সরাসরি ইন্দপুরের সান অটোমোবাইলসে এসেও বায়োডাটা জমা দিতে পারেন। অথবা নিচের দেওয়া নাম্বারে বায়োডাটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠাতে পারেন।

    📞 নাম্বার : 9434148080

Tags:    

Similar News