ই ওয়ালেট জালিয়াতির পর এবার কিউআর- কোড কেলেঙ্কারিরর পর্দা ফাঁস বাঁকুড়া পুলিশের,ধৃত সিন্ডিকেটের কিংপিন,ও এক সিম ডিলার।
ভুয়ো তথ্য দিয়ে সিম এক্টিভেট করে সেই সিমে কিউআর কোড তৈরী করত সব্যসাচী। তদন্তে নেমে তার কাছ থেকে পুলিশ প্রাথমিক ভাবে ৫৭ টি কিউআর কোড উদ্ধার করে। কোন ব্যবসায়ী না হয়েও এভাবে একসাথে গোছা,গোছা মার্চেন্ট কিউআর কোড কিভাবে সে পেল তা সংশ্লিষ্ট কোম্পানির কাছে জানতে চাইবে পুলিশ।;
বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : ই-ওয়ালেট জালিয়াতি সিন্ডিকেট ধরার রেশ কাটতে না কাটতে বাঁকুড়ার ছাতনায় একটি গ্রামের পুকুরে ফেলে দেওয়া সিম কার্ডের সুত্র ধরে তদন্তে নেমে,এবার কিউআর কোড জালিয়াতির এক কিং পিনকে ধরে ফেলল বাঁকুড়া জেলা পুলিশ। ধৃতের নাম সব্যসাচী কুন্ডু। একেবারেই গ্রাম্য পরিবারের ছেলে। বাবা গ্রামে চায়ের দোকান করেন। সাদামাটা এই বছর ২৩ এর যুবকও এর আগে ই ওয়ালেট জালিয়াতি কাণ্ডে ধরা পড়া ধোবাগ্রামের আভিষেক মন্ডলের কায়দাতেই অনলাইনে প্রতারণার কারবার ফেঁদে ছিল। তবে, সব্যসাচীর জালিয়াতি চক্রের মূল হাতিয়ার ছিল কিউআর কোড। ভুয়ো তথ্য দিয়ে সিম এক্টিভেট করে সেই সিমে কিউআর কোড তৈরী করত সব্যসাচী।
তদন্তে নেমে তার কাছ থেকে পুলিশ প্রাথমিকভাবে ৫৭ টি কিউআর কোড উদ্ধার করে। কোন ব্যবসায়ী না হয়েও এভাবে একসাথে গোছা,গোছা মার্চেন্ট কিউআর কোড কিভাবে সে পেল তা সংশ্লিষ্ট কোম্পানির কাছে জানতে চাইবে পুলিশ। এছাড়া, সব্যসাচীর কাছ থেকে ভুয়ো তথ্য দিয়ে এক্টিভ করা প্রায় ৩ হাজার সিমকার্ড,ভুয়ো আধার কার্ড - এই কার্ডগুলোয় দেখা যাচ্ছে, একই ব্যক্তির ছবি ব্যবহার করে একাধিক আধার কার্ড বানিয়ে ফেলেছে সব্যসাচী।পাশাপাশি, তার ব্যবহৃত কম্পিউটার,পেন ড্রাইভও বাজেয়াপ্ত করেছে পুলিশ। এবং সব্যসাচীকে যে সিম সরবরাহ করত সেই ডিলার, বাপী গরাইকে বাঁকুড়ার গঙ্গাজলঘাটি থেকে গ্রেপ্তার করা হয় এবং তার কাছ থেকে প্রচুর সিম উদ্ধার হয়। এই সব্যসাচীর সাথে অবশ্য আগে ধরা পড়া ই ওয়ালেট জালিয়াত অভিষেক মন্ডলের কোন যোগ নেই।
সব্যসাচী ছাতনার আড়রা গ্রামে নিজে আলাদা একটি সিন্ডিকেট চালাত। এই চক্র কতদুর জাল বিছিয়েছে তার খোঁজে জোর তদন্ত চালাচ্ছে বাঁকুড়া জেলা পুলিশের সাইবার ক্রাইম শাখা। বাঁকুড়া জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকার বলেন, জেলায় আরও সিন্ডিকেট আছে কিনা তাও খতিয়ে দেখা হবে। রাজ্যের পিছিয়ে পড়া জেলা হিসেবে বাঁকুড়া পুরুলিয়ার নাম একযোগে উচ্চারিত হয়। অথচ, পিছিয়ে পড়া বাঁকুড়ার প্রত্যন্ত গ্রামে,গ্রামে যে ভাবে ই - জালিয়াতি চক্র সক্রিয় হয়ে উঠেছে তা এবার বেঙ্গালুরুকেও লজ্জা দেবে!এখন এমন চর্চা চলছে সারা জেলা জুড়ে।
👁️দেখুন 🎦ভিডিও। 👇