কয়লা মাফিয়া লালা ওরফে অনুপ মাজির আগাম জামিন খারিজ করল বাঁকুড়া জেলা আদালত।

মেজিয়া থানার একটি কয়লা পাচারের পুরানো মামলায় অভিযুক্ত ছিলেন কয়লা মাফিয়া অনুপ মাজি ওরফে লালা।এই মামলায় আগাম জামিনের জন্য এর আগেও আবেদন খারিজ হয়েছিল।ফের আজ তার আগাম জামিনের আর্জি খারিজ করে আদালত।;

Update: 2023-10-04 10:36 GMT

বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : বাঁকুড়া জেলা আদালতে কয়লা মাফিয়া লালা ওরফে অনুপ মাজির আগাম জামিনের আবেদন ফের খারিজ হল। বুধবার লালার জামিনের আবেদনের শুনানির শেষে বিচারক লালার আগাম জামিন খারিজ করে দেন। মেজিয়া থানায় ২০১৭ সালের একটি কয়লা পাচারের পুরানো মামলায় অভিযুক্ত ছিলেন কয়লা মাফিয়া অনুপ মাজি ওরফে লালা।এই মামলায় আগাম জামিনের জন্য এর আগেও আবেদন খারিজ হয়েছিল।ফের আজ আগাম জামিনের জন্য শুনানি হয়। এবং বিচারক আগাম জামিনের আবেদন খারিজ করে দেন। সরকারি আইনজীবী রথীন দে,জানান আজ লালার আগাম জামিনের আবেদন খারিজ হয়েছে।

👁️‍🗨️দেখুন🎦ভিডিও। 👇

Full View


Tags:    

Similar News